ভার্জিনিয়ায় নারীদের ভোটাধিকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯১৬ সালে ভার্জিনিয়া স্টেট ক্যাপিটলে নারীদের দের ভোটাধিকার সমাবেশ

ভার্জিনিয়ায় নারীদের ভোটাধিকার উনিশতম সংশোধনীর অনুমোদনের মাধ্যমে ১৯২০ সালে মঞ্জুর করা হয়েছিল। ভার্জিনিয়ার নিয়ন্ত্রক আইন-প্রণয়নকারী পর্ষদ সাধারণ পরিষদ ১৯৫২ সাল পর্যন্ত ঊনবিংশ সংশোধনী অনুমোদন করেনি।[১][২][৩] ভার্জিনিয়ায় নারীদের ভোটাধিকারের পক্ষে যুক্তি ১৮৭০ সালে শুরু হয়েছিল,[১][৪] কিন্তু ১৯০৯ সাল পর্যন্ত ভার্জিনিয়ার সমান ভোটাধিকার লীগ প্রতিষ্ঠার সাথে সাথে এটি আকর্ষণ লাভ করেনি।[২] ১৯১২ থেকে ১৯১৬ সালের মধ্যে ভার্জিনিয়ার ভোটাধিকারীরা তিনবার সাধারণ পরিষদের মেঝে নারীদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে আসেন, নারীদের ভোটের অধিকার দেওয়ার জন্য অঙ্গরাজ্যের সংবিধানে একটি সংশোধনের জন্য আবেদন করেছিল; তবে তারা প্রতিবার পরাজিত হয়েছিল।[১] [২] এই সময়ের মধ্যে ভার্জিনিয়ার সমান ভোটাধিকার লীগ ও এর সহকর্মী ভার্জিনিয়া ভোটাধিকারীরা একটি শক্তিশালী ভোটাধিকারবিরোধী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করেছিল যা রক্ষণশীল, গৃহযুদ্ধ-পরবর্তী মূল্যবোধগুলিকে নারীদের ভূমিকার পাশাপাশি জাতিগত ভীতির সাথে যুক্ত করেছিল।[৪][৫] ১৯২০ সালের আগস্টে ভোটাধিকার অর্জনের পর ১৩,০০০-এরও বেশি নারী ১৯২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য এক মাসের মধ্যে নিবন্ধিত হয়েছিল।[১][২]

প্রাথমিক প্রচেষ্টা[সম্পাদনা]

১৮৭০ সালে ভার্জিনিয়ায় নারীদের ভোটাধিকারের জন্য সংগঠিত করা শুরু হয়েছিল যখন আনা হোয়াইটহেড বোডেকার মূলত নিউ জার্সি থেকে ভোটাধিকারবাদী পলিন কেলগ রাইট ডেভিসকে রিচমন্ডে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। বোডেকার ও নারীদের ভোটাধিকারের অন্যান্য সমর্থকরা ১৮৭০ সালের মে মাসে ভার্জিনিয়া অঙ্গরাজ্য মহিলা ভোটাধিকার সমিতি তৈরি করেছিল।[১][৪]

ভার্জিনিয়া অঙ্গরাজ্য নারী ভোটাধিকার সমিতির সভাপতি থাকাকালীন বোডেকার স্থানীয় সংবাদপত্রগুলিতে অবদান রেখে এবং রিচমন্ডে কথা বলার জন্য জাতীয়ভাবে পরিচিত ভোটাধিকারীদের আমন্ত্রণ জানিয়ে নারীদের ভোটাধিকারের জনসমর্থন জাগিয়ে তোলার চেষ্টা করেন।[১] বোডেকার ১৮৭০ সালের ডিসেম্বরে রিচমন্ডের ফেডারেল কোর্টহাউসে সুসান বি. অ্যান্টনিকে ভোটাধিকার সম্পর্কে কথা বলার ব্যবস্থা করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. McDaid, Jennifer Davis (অক্টোবর ২৬, ২০১৮)। "Woman Suffrage in Virginia"Encyclopedia Virginia, Virginia Foundation for the Humanities 
  2. McDaid, Jennifer Davis (সেপ্টেম্বর ৩, ২০১৫)। "Equal Suffrage League of Virginia (1909–1920)"Encyclopedia Virginia, Virginia Foundation for the Humanities 
  3. "Far-Reaching Changes: Virginia's Woman Suffrage Movement"Shaping the Constitution: Resources from the Library of Virginia and the Library of Congress। ২০ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩ 
  4. "Anne Whitehead Bodeker (1826–1904)"Education @ Library of Virginia। ২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩ 
  5. Graham, Sarah Hunter (এপ্রিল ১৯৯৩)। "Woman Suffrage in Virginia: The Equal Suffrage League and Pressure-Group Politics, 1909-1920": 227–250। জেস্টোর 4249352