ভারবি
অবয়ব
অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
(নভেম্বর ২০০৯) |
ভারবি হলেন খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর একজন বিখ্যাত সংস্কৃত কবি। তিনি কিরাতার্জ্জুনীয় নামক মহাকাব্য রচনার জন্য বিখ্যাত[১][২]। আঠারোটি সর্গে বিভক্ত এই কাব্য মহাভারতের একটি পর্বাধ্যায় অবলম্বনে রচিত[৩]। সম্ভবত ভারবি দক্ষিণ ভারতের কবি ছিলেন। মনে করা হয়, তার রচনাকাল পশ্চিম গঙ্গ রাজবংশের রাজা দুর্বিনীত ও পল্লব রাজবংশের রাজা সিংহবিষ্ণুর শাসনকালের সমসাময়িক ছিল।
তার রচনার বৈশিষ্ট্য ছিল জটিল আঙ্গিক ও লঘু অভিপ্রকাশ। সম্ভবত অষ্টম শতকের কবি মাঘ তার রচনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।