ব্লু হিল উপসাগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লু হিল উপসাগর হল মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন, হ্যানকক কাউন্টির মাউন্ট ডেজার্ট দ্বীপের পশ্চিমে অবস্থিত একটি উপসাগর[১] আনুমানিক ১৪ মা (২৩ কিমি) দীর্ঘ, এর প্রবেশপথে সোয়ানস দ্বীপ এবং প্লাসেন্টিয়া দ্বীপ দ্বারা এর দক্ষিণ সীমানা নির্ধারণ করা হয়েছে; ব্লু হিল শহরটি একেবারে শেষ প্রান্তে অবস্থিত।[১] মরগান উপসাগর, ইউনিয়ন রিভার উপসাগর, এবং ওয়েস্টার্ন উপসাগর এতে পতিত হয়। উপসাগরের উত্তরে লং আইল্যান্ড হল মেইনের বৃহত্তম জনবসতিহীন দ্বীপ।[২]

সুরক্ষিত জলের কারণে, ব্লু হিল উপসাগর বিনোদনমূলক বোটারদের কাছে জনপ্রিয়।[২] কাঁকড়া, গলদা চিংড়ি এবং অন্যান্য মৎস্যসম্পদ ছাড়াও উপসাগরে স্যামন এবং ঝিনুক পালন করা হয়।[৩][৪] উপসাগরের উপকূলগুলি পোতাশ্রয়ের সীলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Decisions Rendered Between July 1, 1939 and June 30, 1940"। United States Geographic Board। ১৯৪০: 8। 
  2. "Blue Hill Bay"। AllTrips। 
  3. "Blue Hill Bay Research"। Friends of Blue Hill Bay। ২০১২-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Blue Hill Bay Watershed Monitoring Project"। Marine Environmental Research Institute। ২০১২-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Pinniped Monitoring Program"। Marine Environmental Research Institute। ২০১২-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

টেমপ্লেট:Gulf of Maine drainage estuariesটেমপ্লেট:Rivers of Maine