ব্রোয়েমান বন্দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্রোয়েমান বন্দর হল জার্মান "ব্রেমিশে হ্যাফেন" ব্রোয়েমেন শহর ও ব্রোয়েমারহেভেনের বাণিজ্যিক বন্দর নিয়ে গঠিত। বন্দরগুলি সরকারি সম্পত্তিতে বেসরকারি মর্যাদার একটি কোম্পানি দ্বারা পরিচালিত হয়।

ব্রোয়েমান বন্দর ২০১১ সালে ৬ মিলিয়ন কন্টেইনার এবং ২.১ মিলিয়ন গাড়ি সহ ৬০ মিলিয়ন টনেরও বেশি পণ্য পরিবহন করা হয়েছিল। ব্রোয়েমারহেভেন হারবার হল বিশ্বের ব্যস্ততম গাড়ি পরিবহনকারী বন্দর।

সূত্র ও ওয়েবলিঙ্ক[সম্পাদনা]