ব্রাডফোর্ড বিকারক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রাডফোরর্ড বিকারকের পরীক্ষা

ব্রাডফোর্ড বিকারক একটি বিকারক যা অজানা দ্রবণে প্রোটিনের (আমিষজাত খাদ্য) উপস্থিতি ও ঘনমাত্রা নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়।[১]

নামকরণ[সম্পাদনা]

ম্যারিয়ন এম. ব্রাডফোরর্ড ১৯৭৬ সালে এই পরীক্ষা উদ্ভাবন করেন এবং তার নামানুসারে এই পরীক্ষা ও বিকারকের নামকরণ হয়।[১]

কর্ম পদ্ধতি[সম্পাদনা]

এই বিকারক প্রোটিনের (আমিষজাত খাদ্য) দ্রবণের সাথে বিক্রিয়া করে রঙ পরিবর্তন করে যা বর্ণালিবীক্ষণ বিশ্লেষণ যন্ত্রের (স্পেক্ট্রোস্কোপিক এনালাইজার) মাধ্যমে পরীক্ষা করে দ্রবণে প্রোটিনের ঘনমাত্রা নির্নয় করে[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bradford protein assay"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৪-২৩।