ব্রড ফ্রন্ট (উরুগুয়ে)
অবয়ব
ব্রড ফ্রন্ট | |
---|---|
সভাপতি | হোর্হে ব্রভেততো |
প্রতিষ্ঠা | ৫ই ফেব্রুয়ারি, ১৯৭১ |
সদর দপ্তর | মোন্তেবিদেও, উরুগুয়ে |
সংবাদপত্র | Voces del Frente |
ভাবাদর্শ | সামাজিক-গণতন্ত্র, গণতন্ত্রী সাম্যবাদ |
রাজনৈতিক অবস্থান | Left-wing |
ওয়েবসাইট | |
http://www.frenteamplio.org.uy/ |
ব্রড ফ্রন্ট (ইংরেজি: Broad Front) উরুগুয়ের একটি রাজনৈতিক দল। এই দল বাম ঘরাণার রাজনীতি করে। এই দলের নীতি সমাজতন্ত্রী-গণতন্ত্র। এই দল থেকে ২০০৫ সালে তাব্রে ভাযকেজ রাষ্ট্রপতি হন। ২০১০ সালেও এই দল থেকেই জসে মুজিতো জয়ী হন।
রাজনীতি
[সম্পাদনা]এই দল ১৯৭১ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা জরজ বুগিত। ৫ই ফেব্রুয়ারি এর প্রতিষ্ঠাতা দিবস। ২০০৫ সালে কলেরাড দলকে হারিয়ে এই দল জয়ী হয়। ২০১০ সালেও এই দল জয়ী হয়।
পতাকা
[সম্পাদনা]আয়তাকার এই পতাকায় লা ও নীল রঙ আছে। রং গুলি আনুভুমিক ভাবে আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- EP-FA-NM - Official web site