বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Topusumi

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Topusumi, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--রাগিব (আলাপ | অবদান) ০৪:০০, ৫ আগস্ট ২০০৬ (UTC)

ব্যক্তিগত বার্তা

[সম্পাদনা]

তপু, এখানে তোমাকে দেখে খুশি হলাম। বহুদিন (৮ বছর?) তোমার সাথে যোগাযোগ হয়নি, শাহেদের সাথে মাস ছয়েক আগে ইমেইলে যোগাযোগ হয়েছিল, আর রাশেদ তো এখন স্ট্যানফোর্ডে পড়া শেষে ক্যালিফোর্নিয়াতেই চাকরি করছে। যা হোক, আমি পিএইচডি ৩য় বর্ষ শেষ করে এখন ৪র্থ বর্ষে যাচ্ছি, মোট ৫ বছর লাগার কথা :)। More about me in my website http://www.ragibhasan.com । যা হোক, ওখানেই কিন্তু উইকিপিডিয়ায় সম্পাদনার ব্যপারে একটা টিউটোরিয়াল আছে http://www.ragibhasan.com/wikipedia , সেটা দেখে নিতে পার। আর কোন সমস্যা হলে আমার আলাপ পাতায়, বা আমার ইমেইলে মেসেজ দিতে পার। --রাগিব (আলাপ | অবদান) ০৪:০০, ৫ আগস্ট ২০০৬ (UTC)