ব্যবহারকারী আলাপ:Rakhee

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Rakhee ১৮:৪৩, ২৩ জানুয়ারি ২০০৮ (UTC)আমি RIZWANUL ISLAM RUDRA নামে একটি নিবন্ধ শুরু করেছিলাম। কিন্তু সেটা মুছে ফেলেছেন ক্যানো জানতে পারি ?

এটা একটা বিশ্বকোষ। উল্লেখযোগ্য ব্যক্তি ছাড়া এখানে অখ্যাত মানুষদের জীবনী যোগ করার অবকাশ নেই। দশম শ্রেনীতে অধ্যয়নরত কবি রুদ্র আশা করি এক সময় বড় কবি হবেন। ঐ সময় আসলে তাঁর জীবনী আমরা উৎসাহের সাথেই যোগ করবো। তার আগে পর্যন্ত অর্থাৎ খ্যাতি অর্জনের পূর্ব পর্যন্ত বিশ্বকোষে তাঁর জীবনী যোগ করার মতো আদৌ উল্লেখযোগ্য না। তদুপরি আত্মপ্রচারার্থে কবির নিজের হাতে আত্মজীবনী লেখাটা আরো দুঃখজনক। একটু অনুসন্ধান করে দেখতে পেলাম, কবি ইংরেজি উইকিপিডিয়াতেও তাঁর জীবনী যোগ করার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকেও তা অপসারণ করা হয়েছে সাথে সাথে। এহেন আত্মপ্রচারমূলক নিবন্ধ বিশ্বকোষের যোগ্য না কখনোই। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৫০, ২৩ জানুয়ারি ২০০৮ (UTC)