ব্যবহারকারী আলাপ:Dipra monisha

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় Dipra monisha, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



--রাগিব (আলাপ | অবদান) ০৬:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

স্বাগতম[সম্পাদনা]

তোমাকে এখানে দেখে খুশি হলাম। আশা করি, আমাদের সাহচর্য তোমার ভালো লাগবে। ভাল কথা, নিজের পরিচয় ইত্যাদি তোমার পাতায় লিখে রেখো। ফের স্বাগতম! 'আইয়ুন যে' । Munirhasan ০৬:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

স্বাগতম[সম্পাদনা]

আমি ছিলাম বলেই তো দীপ্রা আপু এখন বাংলা উইকিপিডিয়াতে লিখতে পারছেন, যাই হোক আপনাকে শুভকামনা। দীপ্রা আপুর বাসা থেকে --তারিফ এজাজ ০৭:০১, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

ঘুড়ি উৎসব[সম্পাদনা]

ঘুড়ি উৎসব বলতে কি আপনি পৌষ সংক্রান্তি ধরণের কোন উৎসবের কথা বলেছেন? --বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৪, ১ মার্চ ২০০৮ (UTC)

পৌষ সংক্রান্তি[সম্পাদনা]

আসলে পৌষ সংক্রান্তি শুধু পুরোন ঢাকার লোকেরাই পালন করে না এটা বাংলাদেশ বিভিন্ন অঞ্চল সহ ভারত পাকিস্তানের অনেক স্থানে পালিত হয়। এটা বাঙালিদের একটি উৎসব যা বাংলা পৌষ মাসের শেষ দিন উৎযাপিত হয়। আপনি যে উৎসবের কথা বলেছেন তার সম্পর্কে আরও একটু বিস্তারিত লিখুন যাতে অন্তত পৌষ সংক্রান্তির সাথে কিছুটা অমিল প্রকাশ পায়। আর যদি একই উৎসব হয়ে থাকে তাহলে নিবন্ধ দুটো এক করে দেওয়া উচিত। এখন আপনার নিবন্ধ বাচাঁনোর দায়িত্ব আপনার। তাই না? :)--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৫৮, ৩ মার্চ ২০০৮ (UTC)

কি অবস্থা[সম্পাদনা]

আপনার লেখা কি পোস্ট করতে পেরেছেন? আমি ডক এক্স ফরম্যাটটা ওপেন করতে পারছি না। --তারিফ এজাজ ১৯:১০, ১৬ মার্চ ২০০৮ (UTC)

sorry, গতকাল আমার নেটে সমস্যা হচ্ছিল, আপনি তো নিজেই আপলোড করে দিয়েছেন :D শুভকামনা রইল। ধন্যবাদ। --তারিফ এজাজ ১৩:৫৫, ১৯ মার্চ ২০০৮ (UTC)

ফেলোশিপ সম্পর্কে আগ্রহ[সম্পাদনা]

অনেকদিন ধরে উইকিপিডিয়ায় লিখিনি। হটাৎ দেখলাম আপনার পেজে উইকি ফেলোশিপের কথা। জানতে ইচ্ছা করছে উইকি ফেলো হিসেবে আপনাকে কি করতে হয়। জাস্ট কৌতুহল আরকি। ---μακσυδআলাপ ১১:০১, ২৭ জুলাই ২০০৮ (UTC)