বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:DIgitalVast

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নো-বাউন্স কনফারেন্স[সম্পাদনা]

নো-বাউন্স কনফারেন্স

নো-বাউন্স কনফারেন্স একটি ডিজিটাল মার্কেটিং সম্মেলন। এককভাবে এই সম্মেলনের আয়োজক ডিজিটাল ভাস্ট । ডিজিটালভাস্ট ডিজিটাল মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান। নো-বাউন্স কনফারেন্স শুরু হয়েছে ২ ডিসেম্বর ২০১৬ থেকে। প্রথমবারের এই সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পাইওনিয়ার । সম্মেলনে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাডসেন্স, কনটেন্ট, ইউটিউব মার্কেটিং, বাংলাদেশের ভবিষৎ ই-কমার্স ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ে বিভিন্ন গাইডলাইন দেওয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে দেশের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞরা।

প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। নো-বাউন্স কনফারেন্স সম্পর্কে ডিজিটালভাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ধারনা করেন যে, এটা দেশের তরুন সমাজকে আরও এগিয়ে নিয়ে জেতে সাহায্য করবে বিধায় প্রতি বছর এই সম্মেলন এর আয়োজন করা হবে।

নো-বাউন্স কনফারেন্স ২০১৬[সম্পাদনা]

অতিথিবৃন্দ[সম্পাদনা]

  • তাফসির আহমেদ - উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটার
  • সজিব রহমান - উদ্যোক্তা এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসাল্টেন্ট
  • জাফর হাসান জাফি - টিস্প্রিং কান্ট্রি ম্যানেজার
  • আবু সুফিয়ান নিলভ - ফটোগ্রাফার
  • অবাইদুল ইসলাম রাব্বি - অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার
  • সিরাজুম হাসিব - কনটেন্ট ডেভেলপার
  • সৈয়দ বিপ্লব - উদ্যোক্তা এবং ডেভেলপার
  • রুবেল এসবিএস - গুগল অ্যাডসেন্স পাবলিশার

নো-বাউন্স কনফারেন্স ২০১৬ সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এনায়েত হোসেন রাজীব।

নো-বাউন্স সংক্রান্ত সংবাদসমুহঃ[সম্পাদনা]