বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Bobtheblogger/প্রধানমন্ত্রী আবাস যোজনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রধানমন্ত্রী আবাস যোজনা যা প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প নামেও পরিচিত তা হল ভারত সরকারের একটি সামাজিক কল্যাণমূলক ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে চালু করেছিলেন। এই প্রকপ্লের লক্ষ্য হোল দেশের সমস্ত যোগ্য সুবিধাভোগীদের সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা। প্রকল্পটির দায়িত্বে রয়েছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং বিভিন্ন রাজ্য-স্তরের নোডাল এজেন্সি এবং হাউজিং বোর্ডগুলির মাধ্যমে তা কার্যকর করা হচ্ছে। [১]

প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য হল শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে দুর্বল (EWS), নিম্ন-আয়ের গোষ্ঠী (LIG), এবং মধ্য-আয়ের গোষ্ঠীর (MIG) আবাসন চাহিদা মেটানো। এই প্রকল্পের লক্ষ্য হোল ২০২২ সালের মধ্যে ভারতের প্রতিটি যোগ্য পরিবারের মৌলিক সুযোগ সুবিধা সহ একটি পাকা ঘরের ব্যবস্থা করা। তবে পরবর্তীকালে এর সময়সীমা বাড়িয়ে তা ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত করা হয়েছে।[২]

বিভাগ[সম্পাদনা]

প্রশাসনশনিক কাজের তরফ থেকে প্রকল্পটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছেঃ-

১) PMAY-গ্রামীণঃ এই বিভাগটিতে গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) এবং নিম্ন-আয়ের গোষ্ঠী (LIG) মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

২) PMAY-আরবানঃ এই বিভাগটি শহুরে এলাকার মানুষদের আবাসনের চাহিদা পূরণ করে। এতে EWS, LIG, এবং MIG-I এবং MIG-II আয়ের গ্রুপ অন্তর্ভুক্ত করা হয়েছে।[৩]

মূল বৈশিষ্ট্য[সম্পাদনা]

আর্থিক সহায়তাঃ PMAY-গ্রামীণের অন্তর্ভুক্ত যে দরিদ্র পরিবারগুলির পাকা বাড়ি করার সামর্থ্য নেই বা যাদের বাড়ির ছাদ নেই বা যারা জীর্ণ অথবা কাঁচা বাড়িতে থাকেন তাদের সরকারের সহায়তায় একটি পাকা বাড়ি প্রদান করা হবে এবং তাতে পানীয় জল, রান্নার জ্বালানী বা ইলেক্ট্রিসিটি প্রভৃতি মৌলিক সুবিধেগুলিও দেওয়া হবে। সমতল অঞ্চলের আবাসন তৈরির ক্ষেত্রে ১.২০ লক্ষ টাকা এবং পার্বত্য রাজ্য, দুর্গম অঞ্চল এবং ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান (IAP) বা উপজাতি ও অনগ্রসর জেলাগুলিতে ১.৩০ লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। ২০২২ সালের মধ্যে PMAY-G এর অধীনে ২ কোটিরও বেশী আবাসন এবং PMAY-U এর অধীনে প্রায় ৭২ লক্ষ আবাসন তৈরি করা হয়েছে।

ক্রেডিট-লিঙ্কড সাবসিডি স্কিম (CLSS): PMAY-আরবানের অধীনে সুবিধাভোগীরা হোম লোনের সুদের ওপর ভর্তুকি পাবেন। ভর্তুকির হার আয়ের পরিমানের উপর নির্ভর করে এবং তা সর্বনিম্ন ৩% থেকে সর্বাধিক ৬.৫% পর্যন্ত হতে পারে। বিভিন্ন ব্যাঙ্ক ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই সাবসিডি সুবিধাটি বাস্তবায়িত করা হয়।

বস্তি পুনঃউন্নয়নঃ PMAY বস্তিমুক্ত ভারত তৈরি করার উদ্দেশ্যে বস্তিবাসীদের সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করেছে এবং শহুরে দরিদ্রদের জীবনযাত্রার উন্নতি করার জন্যে বস্তির পুনঃউন্নয়নের ব্যবস্থা করেছে।

নারীর ক্ষমতায়নঃ এই প্রকল্পটিতে মহিলাদের ক্ষমতায়নের দিকে বিশেষ নজর রাখা হয়েছে এবং বাড়ির মালিকানায় তাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে মহিলা আবেদনকারী বা সহ-আবেদনকারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে৷[৪]

বাজেট ২০২৩-২৪[সম্পাদনা]

কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ এ প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ গত বছরের থেকে ৬৬% বেড়ে হয়েছে ৭৯,৫৯০ কোটি টাকা। ২০২৩-২৪ এর জন্য PMAY-আরবান বাজেটের আনুমানিক ১০% কমে ২৫,১০৩ কোটি টাকা হয়েছে এবং PMAY-গ্রামীণ ১৭২% বেড়ে ৫৪,৪৮৭ কোটি টাকা হয়েছে।[৫]

প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্যতা[সম্পাদনা]

আয়ের মানদণ্ডঃ পরিবারের আয়ের পরিমানের ওপর নির্ভর করে মোট ৪ টি বিভাগ করা হয়েছে।

অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ (EWS): পরিবারের বার্ষিক আয় ৩ লাখ পর্যন্ত।
নিম্ন-আয়ের গোষ্ঠী (LIG): পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ থেকে ৬ লাখ পর্যন্ত।
মধ্য-আয় গ্রুপ 1 (MIG 1): পরিবারের বার্ষিক আয় ৬ লাখ থেকে ১২ লাখ পর্যন্ত।
মধ্য-আয় গ্রুপ 2 (MIG 2): পরিবারের বার্ষিক আয় ১২ লাখ থেকে ১৮ লাখ পর্যন্ত।[৬]

সম্পত্তির মালিকানাঃ PMAY-এর যোগ্য হওয়ার জন্য ভারতের কোনো অংশে সুবিধাভোগীর বা পরিবারের কোনো সদস্যের নামে কোনো পাকা বাড়ি থাকবে না।

ঋণ আবেদনকারীর PMAY স্কিমের অধীনে একটি বাড়ি কেনার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো রকম ভর্তুকি বা সুবিধা নেওয়া যাবে না।

বাড়ির সংস্কারের জন্য PMAY আবেদন শুধুমাত্র EWS এবং LIG বিভাগের ক্ষেত্রে বরাদ্দ করা হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতিগণ বা অন্যান্য বিশেষ বর্গের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।[৭]

প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন[সম্পাদনা]

এই যোজনায় অনলাইন আবেদনের জন্য PMAY এর অফিসিয়াল সাইট pmaymis.gov.in এ যেতে হবে এবং অনলাইন আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।

PMAY তে অফলাইন আবেদনের ক্ষেত্রে সুবিধাভোগীকে কোন ‘কমন সার্ভিস সেন্টার’ বা CSC অথবা বা PMAY-এর অধীনে তালিকাভুক্ত কোন ব্যাঙ্কে যেতে হবে এবং সেখানে আবদন পত্র কিনে পূরণ করে জমা দিতে হবে। [৮]

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন রাজ্য অনুযায়ী তালিকা[সম্পাদনা]

ক্রমিক সংখ্যারাজ্যের নামসম্পূর্ণ হওয়া বাড়ি (২০২২-২৩)
অরুণাচল প্রদেশ১৩২৪৫
আসাম৯৮০৪২২
বিহার৩৫৩০৮৯৬
ছত্তিশগড়৮৫৩২৬৭
গোয়া১৪৩
গুজরাট৪০৫২৮৫
হরিয়ানা২৩০৮৮
হিমাচল প্রদেশ১২৬১৪
জম্মু ও কাশ্মীর১৩০৫৩৯
১০ঝাড়খণ্ড১৪৭০১২০
১১কেরালা২৮৫৯৫
১২মধ্যপ্রদেশ৩৩২১২৭৫
১৩মহারাষ্ট্র১০৩২৭৬০
১৪মণিপুর২০০০৩
১৫মেঘালয়৩৫৪৪৫
১৬মিজোরাম৬৫৩১
১৭নাগাল্যান্ড৬১৬১
১৮ওডিশা১৭১৩৩৮০
১৯পাঞ্জাব২৮১০২
২০রাজস্থান১৫৮৩৯৮৩
২১সিকিম১১১১
২২তামিলনাড়ু৫০৭১১০
২৩ত্রিপুরা২০০১৯৫
২৪উত্তর প্রদেশ২৬৬৫১৬২
২৫উত্তরাখণ্ড২৮১১৬
২৬পশ্চিমবঙ্গ৩৪০০৭৯২
২৭আন্দামান ও নিকোবর১১৯৮
২৮দাদরা এবং নগর হাভেলি৩৪৯৫
২৯দমন ও দিউ১৩
৩০লক্ষদ্বীপ৪৪
৩১পুদুচেরি
৩২অন্ধ্র প্রদেশ৪৮৮৬৬
৩৩কর্ণাটক১০১৬৭৭
৩৪তেলাঙ্গানা
মোট২২১৫৩৬৩২

[৯]

--Bobtheblogger (আলাপ) ০৬:৫৪, ১০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বহিঃসংযোগ[সম্পাদনা]

সরকারী সাইটঃ http://pmaymis.gov.in/

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PMAY-Urban"PMAY-Urban (ইংরেজি ভাষায়)। 
  2. "Pradhan Mantri Awas Yojana: PM Awas Yojana"। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  3. "প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৩ | Pradhan Mantri Awas Yojana in Bengali" (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  4. "PMAY-Urban"PMAY-Urban (ইংরেজি ভাষায়)। 
  5. Dubey, Divyani (১০ ফেব্রুয়ারি ২০২৩)। "Union Government Boosts PM Awas Yojana Budget While Previous Targets Only Partially Met"www.factchecker.in (ইংরেজি ভাষায়)। 
  6. "PMAY-Urban"PMAY-Urban (ইংরেজি ভাষায়)। 
  7. "Pradhan Mantri Awas Yojana: PM Awas Yojana" (পিডিএফ)pmayg.nic.in 
  8. "PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা 2023: সকলের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প"Magicbricks Blog। Anirudh Singh Chauhan। ৮ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  9. "PRADHAN MANTRI AWAAS YOJANA-GRAMIN"