ব্যবহারকারী আলাপ:Ayonbd2000

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Ayonbd2000, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--রাগিব (আলাপ | অবদান) ০৪:০১, ২৫ অক্টোবর ২০০৬ (UTC)

আবশ্যকীয় নিবন্ধ[সম্পাদনা]

আপনার নিবন্ধের জন্য অসংখ্যা ধন্যবাদ। চালিয়ে যান। আসলে বানানের ভিন্নতা থাকতেই পারে। সমস্যা নাই আপনি আপনার মত করে নিবন্ধ করে যান। কোন নিবন্ধ আগেই আছে এমন জানা থাকলে আমি অবশ্যই ঠিক করে দিব। আপনার সামনেও যদি এমন কোন নিবন্ধ থাকে যা মূলত একই শুধু বানানে বা অন্য কোন কারনে ভিন্ন। আপনার যদি মনে হয় নিবন্ধ দুটি এক করা উচিত তাহলে যে নিবন্ধটি এক করা উচিত সে নিবন্ধের শুরুতে {{একীকরণ|অন্য নিবন্ধটির নাম}} টেম্পলেটটি যোগ করে নিবন্ধের আলাপের পাতায় এক করার পক্ষে কিছু লিখে দিবেন। আর আবশ্যকীয় নিবন্ধ পাতার নিবন্ধ গুলো আসলে সামনে আসলে ঠিক করা যায় (আসলে আগে থেকেই জানা থাকে না যে কোন নিবন্ধটি আগেই আছে) সেক্ষেত্রে আপনার সামনে যদি এমন নিবন্ধ আসে যেটা উইকিপিডিয়াতে আছে কিন্তু আবশ্যকীয় পাতায় ভিন্ন নামে আছে তাহলে আপনিও আবশ্যকীয় পাতাটি পরিবর্তন করতে পারেন। আমিও করে দেব। আর কিছু ব্যাপার নিবন্ধ তৈরি করার সময় অবশ্যই নিবন্ধটি আগে সার্চ করে নিবেন যে নিবন্ধটি আগে থেকেই আছে কিনা। আর নিবন্ধ তৈরি করার পর নিবন্ধটির ইংরেজী উইকির নিবন্ধের সাথে যুক্ত করে দিবেন। তা করার জন্য নিবন্ধের শেষে [[en:article name]] যোগ করে দিবেন। আবারও আপনার নিবন্ধের জন্য ধন্যবাদ।--বেলায়েত ১৪:৩৭, ২ নভেম্বর ২০০৬ (UTC)

Hi! I was wondering if you would help us create an entry for "Nonkilling" [১]. The first paragraph would do!