ব্যবহারকারী আলাপ:Abtahi Lama
এই আলোচনা পাতাটিতে ৭ দিনের অধিক পুরনো আলোচনাসমূহ বট কর্তৃক সংগ্রহশালায় স্থানান্তরিত করা হয়। সুতরাং পূর্বের কোনো আলোচনা খুঁজে পেতে অনুগ্রহপূর্বক সংগ্রহশালায় যান।
| |
বন্ধু আছে, আর কী লাগে?[সম্পাদনা]
![]() | ||||
বন্ধু দিবসের শুভেচ্ছা | ||||
“বন্ধুত্ব তখনই জন্ম নেয়, যখন একজন আরেকজনকে বলে, ‘কী! তুমিও? আমি ভেবেছিলাম আমি এখানে একাই আছি।’” |
উইকিপিডিয়ার পদযাত্রায় আমরা সহযোগী, সহযাত্রী, সহকর্মী, সহপাঠী; আমরা বন্ধু। বিশ্ব বন্ধু দিবসের মহালগ্নে তোমাকে জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। আদিভাই, ২ আগস্ট ২০২০, রবিবার |
গর্বিত নটর ডেমিয়ান[সম্পাদনা]
গর্বিত নটর ডেমিয়ান পদক |
সুপ্রিয় আবতাহী, |
তথ্যসূত্র[সম্পাদনা]
নিবন্ধে তথ্যসূত্রের জন্য এই কোডগুলো ব্যবহার করতে পারেন–
সংবাদপত্রের উদ্ধৃতি[সম্পাদনা]
<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=|ইউআরএল=|প্রকাশক=|তারিখ=|সংগ্রহের-তারিখ=}}</ref>
এখানে |শিরোনাম=
ইত্যাদি হলো পরামিতি বা প্যারামিটার। প্রতিটি পরামিতির বিপরীতে একটি মান থাকে।
- শিরোনাম পরামিতির বিপরীতে সংবাদের শিরোনাম।
- ইউআরএল পরামিতির বিপরীতে লিংক।
- প্রকাশক পরামিতির বিপরীতে সংবাদপত্রের নাম।
- তারিখ পরামিতির বিপরীতে সংবাদ প্রকাশের তারিখ।
- সংগ্রহের-তারিখ পরামিতির বিপরীতে তথ্যসূত্র যোগের তারিখ।
- এছাড়া প্রতিবেদনের লেখকের নাম যোগ করতে
|লেখক=
পরামিতি যোগ করা যায়। (ইচ্ছাধীন, না করলেও চলে) - প্রতিবেদনে অবস্থান থাকলে
|অবস্থান=
যোগ করা যায়। (ইচ্ছাধীন, না করলেও চলে)
বইয়ের উদ্ধৃতি[সম্পাদনা]
<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ= |প্রথমাংশ= |তারিখ= |শিরোনাম= |প্রকাশক= |পাতা= |আইএসবিএন= |লেখক-সংযোগ= }}</ref>
- শেষাংশ পরামিতির বিপরীতে লেখকের নামের শেষ অংশ, যেমন রহমান
- প্রথমাংশ পরামিতির বিপরীতে লেখকের নামের প্রথমাংশ, যেমন শেখ মুজিবুর
- শিরোনাম পরামিতির বিপরীতে বইয়ের নাম
- এছাড়া
|অধ্যায়=
পরামিতি যোগ করা যায়। (যদি প্রয়োজন হয়)
- এছাড়া
- তারিখ পরামিতির বিপরীতে বইটি প্রকাশের তারিখ
- প্রকাশক পরামিতির বিপরীতে পাবলিকেশনের নাম
- পাতা পরামিতির বিপরীতে পৃষ্ঠা
- আইএসবিএন পরামিতির বিপরীতে বইয়ের আইএসবিএন সংখ্যা
- লেখক-সংযোগ পরামিতির বিপরীতে লেখকের বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান নিবন্ধের নাম (না-ও থাকতে পারে)