ব্যবহারকারী আলাপ:ইয়াহিয়া জিসান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়াহিয়া জিসানের জন্ম খুলনায়,২৬জুলাই ১৯৯৬ সালে। পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে,ইতিহাস বিভাগে। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রকাশ ও সম্পাদনা করেন ‘দ্বি-মাসিক কলম কালি কাগজ’। বিশ্ববিদ্যালয়ে এসে যুক্ত হন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাথে। অভিনয় করেছেন বেশ কিছু মঞ্চ পারফরম্যান্সে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই লেখা শেষ করেন তার প্রথম উপন্যাস। ২০২১ জাতীয় গ্রন্থমেলায় প্রকাশ হয় তার প্রথম গল্পগ্রন্থ ‘সম্পর্কের চোরাবালি। তিনি বেশ কিছু শর্টফিল্মে অভিনয় করার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন বেশ কিছু শর্টফিল্মে। তার নির্দেশনা ও অভিনীত কিছু শর্টফিল্ম হলো-রুম নং ২২৪,মনুষ্যত্ব,ছেলে কী করে,সরি ভাইয়া ইত্যাদি। তিনি বেশ কিছু ইসলামী ঘরানার গানও লিখেছেন। তাকওয়া,ভুলগুলো ফুল হোক অন্যতম। এছাড়া তিনি ছাত্র অধিকার পরিষদ,জাবি শাখার অর্থ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি লিও ক্লাব,জাবির ট্রেজারার,খুলনা জেলা সমিতির সহ-সভাপতি,দূর্বার ক্রিয়েশনের ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।