ব্যবহারকারী আলাপ:আহমাদুল্লাহ আশরাফ (সোহান)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অতীতকে ভুলে....। -আহমাদুল্লাহ আশরাফ

অতীত ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই দিয়ে দাও। অতীতের কথা ভেবে অনেক বোকাই মরেছে। নইলে অতীতের বোঝা আর ভবিষ্যতের বোঝা মিলে বর্তমানের বোঝা ভারি হয়ে যাবে যে। তাই অতীত ভুলো আর ভবিষ্যতকে দূরে সরিয়ে দাও। ভবিষ্যত তো আগামী নয়। আজই তো ভবিষ্যত। ভবিষ্যতকাল বলে কিছুই নেই। মানুষের মুক্তির দিন তো আজই। আগামীকে ভবিষ্যত ধরলে জীবন হবে শেষ । কভু মিলবে না তবললাটে ভবিষ্যতের দেখা। অতএব, অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও ,আর শুরু কর দৈনিক জীবন নিয়ে বাঁচতে।