ব্যবহারকারী:WhyAreYouReadingMyName?/মানবপাচার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মানবপাচার হলো কোনো মানুষকে ভুল ভ্রান্তি কথা বলে এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা।যারা এই অপরাধের দারা সংযুক্ত তাদের মানবপাচারকারী বলা হয়।সাধারনত মানবপাচারকারীরা দরিদ্র ও অজ্ঞ ব্যাক্তিদের তার শিকার বানায়।মানবপাচারকারীরা বিভিন্ন মিথ্যা কথার দারা তাদের বোকা বানায়। তারা তাদের বিদেশে গিয়ে {চাকরীপেশা} বা ব্যবসা করার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পাচার করে। কিন্তু প্রকৃতপক্ষে তাদের অপহরন(kidnapp) করা হয়। এরপর তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা চাওয়া হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হত্যা করা হয়।সাধারনত উন্নয়নশীল দেশে (developing country) মানবপাচার বেশি লক্ষ্য করা যায়। যেমন: বাংলাদেশ, লিবিয়া, মায়ানমার, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে মানবপাচার উচ্চ হারে হয়ে থাকে।