ব্যবহারকারী:Uthpala Biswas/বিবেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিনসেন্ট ভ্যান গগ, ১৮৯০। ক্রোলার মুলার মিউজিয়াম, দ্য গড সামারিটান
  • বিবেক হচ্ছে একটি প্রবণতা, দক্ষতা, স্বজ্ঞা অথবা অভিমত যা আমাদের ঠিক এবং বেঠিকের মাঝে পার্থক্য করতে সাহায্য করে। নৈতিক অভিমত  মূল্যবোধ অথবা প্রথা( নীতি এবং নিয়ম) থেকে উদ্ভূত হতে পারে।মনোবিজ্ঞানের ভাষায় বিবেক বলতে প্রায়শই বোঝানো হয় কিছু অনুভূতি যেমন, অনুশোচনার অনুভূতি যখন কোন মানুষ তার নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে কাজ করে এবং সততার কিংবা ন্যায়পরায়ণতার অনুভূতি যখন তার কৃতকর্ম নৈতিক মূল্যবোধের অনুগামী হয়।কোন কাজ করার আগে বিবেক কী মাত্রায় নৈতিক অভিমতকে প্রভাবিত করে এবং যৌক্তিক বোধ নৈতিক মূল্যবোধের ভিত্তি কি না অথবা হওয়া উচিত কি না তা পাশ্চাত্য দর্শনের ইতিহাসে অনেক বিতর্ক জন্ম দিয়েছে।

References[সম্পাদনা]

[[বিষয়শ্রেণী:নীতিশাস্ত্রের ধারণা]] [[বিষয়শ্রেণী:মনের দর্শন]]