বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Therealsalauddinsagar/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

__LEAD_SECTION__

[সম্পাদনা]

আবদুল খালিক গিজদুভানি (মৃত্যু ১১৭৯) ছিলেন মধ্য এশিয়ার সুফি শিক্ষকদের একজন যারা নকশবন্দী ধারার খাজাগান (মাস্টার্স) নামে পরিচিত।

আবদু খালিক গিজদুওয়ানির সমাধি, উজবেকিস্তান

আব্দুল খালিকের জন্ম বুখারার নিকটবর্তী ছোট্ট শহর গিজদুভানে । তার পিতা পূর্ব আনাতোলিয়ার মালতয়া থেকে মধ্য এশিয়ায় চলে এসেছিলেন যেখানে তিনি একজন বিশিষ্ট ফকিহ ছিলেন। আবদুল খালিক যখন বুখারায় তাফসির অধ্যয়ন করছিলেন, তখন তাঁর মধ্যে প্রথম পথের প্রতি আগ্রহ জাগে। তিনি ইউসুফ হামদানির হাতে আরও প্রশিক্ষণ লাভ করেন এবং নকশবন্দী সিলসিলার পরবর্তী যোগসূত্র ছিলেন তার অনুসরণে।

আবদুল খালিক যেভাবে শিক্ষা দিতেন তা খোজা-শিক্ষকদের পথ হিসেবে পরিচিতি পায়। [১]

আবদুল খালিক নকশবন্দী সিলসিলার পরবর্তী প্রজন্মকে তাদের সুফি চর্চাকে নিয়ন্ত্রণ করে এমন একটি ধারাবাহিক নীতিমালা দান করেন, যা ফারসি ভাষায় সংক্ষিপ্তভাবে প্রণয়ন করা হয় এবং সম্মিলিতভাবে "পবিত্র শব্দ" ( কালিমাত-ই কুদসিয়া ), বা "নিয়ম" বা "গোপন" নামে পরিচিত। নকশবন্দী আদেশ।

  1. Schimmel, Annemarie. Mystical dimensions of Islam. Univ of North Carolina Press, 1975. p.364