ব্যবহারকারী:Tanay barisha/খেলাঘর/নিবন্ধ খসড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দক্ষিণ চব্বিশ পরগনা সিন্ধু-গাঙ্গেয় সমভূমির দক্ষিণাঞ্চলের গাঙ্গেয় ব-দ্বীপের অংশ যা বঙ্গীয় অববাহিকার সমুদ্র প্রান্তিক অঞ্চলে অবস্থিত।[১] এই অঞ্চল কোয়াটার্নারি অবকল্পের পলি দ্বারা গঠিত। এই পলির নিচে অন্ত্য ক্রেটেশাস থেকে প্লাইস্টোসিন যুগের অবক্ষেপ পাওয়া যায়। এর থেকে অবনমিত খাদে পলি সঞ্চয়ের ইঙ্গিত পাওয়া যায়।[২] এই অবক্ষেপে সমোন্নত ভাঁজ দেখা যায় এবং এর তলনতি পূর্ব-দক্ষিণপূর্ব বরাবর।[৩]

বঙ্গীয় অববাহিকার উৎপত্তি হয়েছে ভারতীয় এবং ইউরেশীয় ভূগাঠনিক পাতের সংঘর্ষের ফলে। ইয়োসিন উপযুগের শেষাংশে এই সংঘর্ষ শুরু হয় এবং টেথিস সাগরের বিলুপ্তি এবং হিমালয় পর্বতের সৃষ্টির মধ্য দিয়ে এই অববাহিকার জন্ম হয়।[৪] এর ফলে হিমালয়জাত নদীগুলিরও উৎপত্তি হতে থাকে। বঙ্গোপসাগর সৃষ্টি হয় এর পরে।[৫]


গাঙ্গেয় ব-দ্বীপ তিনটি ভূগাঠনিক পাতের সংযোগস্থলে অবস্থিত: ভারতীয় পাত, ইউরেশীয় পাত এবং বার্মা পাত।[৬]

ক্রমাগতভাবে তা হিমালয় পর্বত থেকে আগত নদীধারা কর্তৃক বাহিত পলিমাটি দ্বারা ভরাট হয়ে বঙ্গীয় বদ্বীপের সৃষ্টি করে।

ইওসিন প্রত্ন-সোপানের প্রান্তটি কলকাতা থেকে শিলং মালভূমির প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এটি উত্তর-পশ্চিমে পুরু মহাদেশীয় ভূত্বক থেকে দক্ষিণ-পূর্বের পাতলা মহাদেশীয় বা মহাসাগরীয় ভূত্বকে রূপান্তর চিহ্নিত করে।<৬>

হিমালয়ের প্রবাহ থেকে আগত বিপুল পরিমাণে পলি ইওসিনের পর থেকে বদ্বীপটির সমুদ্রসৈকতকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মা) প্রসারিত করেছে। গাঙ্গেয় ব-দ্বীপের নিচে প্রত্ন-সোপানের প্রান্তের দক্ষিণ-পূর্বে পলির ঘনত্ব ১৬ কিলোমিটার (১০ মাইল) অতিক্রম করতে পারে।[৭]

এটা মনে করা হয় যে প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগে বঙ্গোপসাগরের উত্তর সীমানা রাজমহল অঞ্চলে ছিল এবং পললীকরণের ফলে পরবর্তীকালে তা আরও দক্ষিণে সরে গেছে।[৮]

  1. Islam, 1978-a
  2. Majumdar, R. K. and S. Kar. “Hydrogeological investigation of groundwater resources in the district of South 24 Parganas, India.” (2013). https://www.semanticscholar.org/paper/Hydrogeological-investigation-of-groundwater-in-the-Majumdar-Kar/2f360e4baafbfc72b0f71d06efae75057f014f37
  3. Majumdar, R.K., Kar, S., Talukdar, D. et al. Geoelectric and geochemical studies for hydrological characterization of canning and adjoining areas of South 24 Parganas district, West Bengal. J Geol Soc India 83, 21–30 (2014). https://doi.org/10.1007/s12594-014-0003-8
  4. http://bn.banglapedia.org/index.php?title=বঙ্গীয়_অববাহিকা
  5. Deb, 1956
  6. "Tectonics & Geophysics"। Bangla PIRE। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৭। "The Ganges Brahmaputra Delta lies at the junction of three plates: the Indian Plate, the Eurasian Plate and the Burma Platelet."
  7. Steckler, Michael S.; Humayun, S. Akhter; Seeber, Leonardo (১৫ সেপ্টেম্বর ২০০৮)। "Collision of the Ganges-Brahmaputra Delta with the Burma Arc"। Earth and Planetary Science Letters। Elsevier। 273 (3–4)। ডিওআই:10.1016/j.epsl.2008.07.009। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৩।
  8. Fergusson, 1863