ব্যবহারকারী:Sumoncorraya/বিশপ ফ্রান্সিস শরৎ গমেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ (Bishop Shorot Francis Gomes) ঢাকার সহকারী বিশপ। তাকে ২২ এপ্রিল ২০১৬ সালে ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি বিশপ পদে অভিষিক্ত করেন। এর আগে ৮ ফেব্রুয়ারী ২০১৬ সালে কাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাকে ঢাকার বিশপ হিসেবে নিয়োগ দেন। তিনি অসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজের স্থলাভিষিক্ত হলেন। এই নিয়ে বাংলাদেশে কাথলিক বিশপদের সংখ্যা হলো ৯ জন। ঢাকাতে ২জন বিশপ এবং অন্য ৭টি ধর্মপ্রদেশে আরো ৭জন বিশপ রয়েছেন। তিনি প্রায় ৮০ হাজার কাথলিক খ্রিষ্টভক্তের আধ্যাত্মিক নেতা। তার প্রধান কাজ হলো খ্রিষ্টভক্তদের আধ্যাত্মিক যত্ন নেওয়া এবং ঢাকা ধর্মপ্রদেশে কাথলিকদের নেতৃত্ব দেওয়া। তিনি এমন এক পিতামাতার সন্তান যারা তিন ভাই-বোনই সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন। তার অপর দুই বোনও সিস্টার। কাথলিক ফাদার-সিস্টার-ব্রাদারগণ বিয়ে করেন না। তারা সারা জীবন চির কুমার থেকে মানুষের সেবা করেন এবং খ্রিস্টীয় মূল্যবোধ প্রচার করেন।

(তথ্যসুত্র) টেমপ্লেট:Http://en.radiovaticana.va/news/2016/02/08/fr shorot francis gomes new auxiliary bishop of dhaka/1206793 {{http://www.asianews.it/news-en/New-Auxiliary-Bishop-of-Dhaka:-Be-witnesses-of-Christ-to-win-people%E2%80%99s-hearts--37302.html}} টেমপ্লেট:Http://www.cbcbsec.org/the catholic directory 1 bangladesh.tm