ব্যবহারকারী:Sumanananda Luri

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুমনানন্দ লুরি

চাকমা সম্প্রদায়ের একজন বৌদ্ধ সন্যাসী।

বৌদ্ধ ধর্মের সন্যাসী হলেও তিনি মূলত মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী।

এই চাকমা সম্প্রদায় বাংলাদেশ ও ভারতে অবস্থান করে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে চাকমা বসবাস করছে যকমন, আমেরিকা, যুক্তরাজ্যের লন্ডন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান, চীন, ইত্যাদি দেশে।।

গৃহী নাম - শান্তিপ্রিয় চাকমা

সন্যাসী নাম - সুমনানন্দ লুরি

পিতা-ধনঞ্জয় চাকমা (গেংহুলী)

মাতা- মহারাণী চাকমা

গোত্র- চেগে গোঝা, ভেলে গোত্তী

বয়স - ২র বছর

ধর্ম- বৌদ্ধ ধর্ম

চাকমাদের প্রাচীন থেকে একটি পূজিত ধর্ম রয়েছে, এবং এটির নাম বৌদ্ধ ধর্ম, এই সম্প্রদায়ের বৌদ্ধ সন্যাসীদেরকে "লুরি" নামে পরিচয় লাভ করে।

সাত বছর বয়স হলে এই সম্প্রদায়ে লুরি প্রবজ্যা নেয়া যায়।

প্রথমে সামানি নাম দিয়ে থাকতে হয়। পরে লুরি ব্যবহৃত আগর তারা সুত্র মূখস্থ করতে পারলে তার গুরু তাকে লুরি উপসম্পদা প্রদান করেন।