ব্যবহারকারী:Sheikh shafiqur rahman/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাতগাঁও চা কন্যা

সাতগাঁও চা কন্যা ভাস্কর্য ইতিহাস।

===অবস্থান ===

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে লছনার শেষ প্রান্তে সাতগাঁও চা বাগানের পাদদেশে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে অবস্থিত।

===প্রতিষ্ঠা===

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাতগাঁও চা বাগান কতৃপক্ষের অর্থায়নে প্রায় দশ লাখ টাকা ব্যয় হয়েছে। এটি ২০১০ সালে নির্মিত হয়।শ্রীমঙ্গল শহর থেকে চা কন্যার দূরত্ব ১২ কিলোমিটার।

===নকশা তৈরী===

ভাস্কর্যের নকশা করেছেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সিনিয়র আর্ট টিচার শিল্পী সঞ্জিত রায়। এক নারী চা কন্যা ও চা গাছের আদলে তৈরী করা হয়েছে এ ভাস্কর্যটি। এটা নির্মাণ করতে সময় লেগেছে ১মাস ২০দিন। ইট সিমেন্ট ব্যবহার করে ঢালাই কেটে কেটে সযত্নে তৈরী করা হয়েছে। এর উচ্চতা ২৪ফুট এবং নিচের বেইজমেন্ট দৈর্ঘ্য ৮ফুট ও প্রস্থ ৮ফুট। ভাস্কর্যে শিল্পী সঞ্জিত রায় তার ইট বালি সিমেন্ট কারুকার্য দিয়ে তৈরী চা বাগানের মহিলা শ্রমিককে চায়ের কুড়ি তুলতে দেখা যাচ্ছে।

===দর্শনীয় স্থান===

বর্তমানে দৃষ্টিনন্দন ভাস্কর্যটি শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে সুপরিচিত হয়েছে। সাথে সাথে এর মাধ্যমে সারা বিশ্বে চায়ের রাজধানী শ্রীমঙ্গল কে পরিচয় করিয়ে দিচ্ছে।