ব্যবহারকারী:Sheikh Samir66/প্রাচীর বাঁধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রাচীর বাধঁ বা র‌্যাম্পার্ট ক্যানিয়ন বাধঁটি ১৯৫৪ সালে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আলাস্কার ইউকন নদীকে বাধঁ দেওয়ার একটি প্রকল্প ছিল। আলাস্কার রাম্পার্ট গ্রামের ৩১ মাইল (৫০ কি:মি) দক্ষিণ-পশ্চিমে এবং ফেয়ারব্যাঙ্কসের ১০৫ মাইল (১৬৯ কি:মি) পশ্চিম-উত্তর-পশ্চিমে র‌্যামপার্ট ক্যানিয়ন (র‌্যামপার্ট গর্জি নামেও পরিচিত) এর জন্য প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছিল।

ফলস্বরুপ বাধঁটি প্রায় এরি হ্রদের আকারের ন্যায় একটি হ্রদ তৈরী হতো, যা বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট জলাধারে পরিণত হতো। উক্ত বাধেঁর পরিকল্পনায় প্রায় ৪৭০০ ফুট (১৪৩০ মি:) শীর্ষ দৈর্ঘ্য সম্পন্ন, ৫৩০ ফুট (১৬২ মি:) উচুঁ কংক্রিট কাঠামো তৈরীর আহ্বান জানানো হয়েছিল। প্রস্তাবিত বিদ্যুৎ সুবিধার জন্য শীত ও গ্রীষ্ম ঋতুর মধ্যে পার্থক্যের ভিত্তিতে নদীর প্রবাহের ওপর ভিত্তি করে ধারাবাহিকভাবে ৩.৫-৫ গিগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করতে পারত।