ব্যবহারকারী:Sheikh MD Atiq Shahriar/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Sharir Vita,Aminpur,Panbna.

শারীর ভিটা গ্রামটি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার আওতাধীন রাণী নগর ইউনিয়নে অবস্থিত।গ্রামটি গাজনার বিলের মধ্যে অবস্থিত এবং মোট ৫টি পাড়া নিয়ে গ্রামটি গঠিত এবং প্রায় ২.৮০কি:মি: দৈর্ঘ্য(১.৭৪মাইল)।শারীর ভিটা গ্রামের ৫টি পাড়া যথাক্রমে বড়বাড়ি বা বড় পাড়া,মধ্য পাড়া,জোট পাড়া,বড় গুনা ও কাপালি পাড়া।কাপালি পাড়ায় অনেক আগে কাপালিরা বাসবাস করত এজন্য কাপালি পাড়া বলা হত।তবে তারা এখন নেই তবুও নামটা রয়ে গেছে ঐতিহাসিক ভাবে।শারীর ভিটা গ্রামে রয়েছে শারীর ভিটা জামে মসজিদ।মসজিদটি তিন তলাবিশিষ্ট।মসজিদটি জোট পাড়ায় অবস্থিত মসজিদটি বড় মসজিদ হিসেবে পরিচিত।এছাড়াও রয়েছে শারীর ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়টি মধ্য পাড়ায় অবস্থিত।শারীর ভিটা গ্রামের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষা আরম্ভ এই বিদ্যালয় থেকেই।এছাড়াও রয়েছে শারীর ভিটা বাজার,মধ্যপাড়া।স্বপন স্পোর্টিং ক্লাব,মধ্য পাড়া।সুবিশাল খেলার মাঠ,জোটপাড়া।শারীর ভিটা গ্রামটি নৌকা বাইচের জন্য বিখ্যাত।এছাড়াও শারীর ভিটা গ্রামের বাংলাদেশের স্বাধীনতা যুদ্বে রয়েছে অসামান্য অবদান।১৪ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে শারীর ভিটা গ্রামেে।শারীর ভিটা গ্রামটি গাজনার বিলের মধ্যে অবস্থিত।গ্রামের বাড়িগুলো অনেক উঁচু।এজন্য বিলে যখন পানি থাকে তখন কোন সমস্যা হয় না।তবে চলাচল করতে হয় নৌকার মাধ্যমে।বর্ষাকালে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা।এই গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্তে সবসময় ইন্জিনচালিত নৌকা পাওয়া যায়।বোয়ালিয়া বটতলা বা বোয়ালিয়া ঘাট মূলত এই গ্রামের মানুষের যাতায়াতের জন্য সবসময় ইন্জিনচালিত নৌকা পাওয়া যায়।শারীর ভিটা গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি।ধান উৎপাদনের জন্য এই গ্রামের যথেষ্ঠ সুনাম রয়েছে পাবনা জেলায়।এছাড়াও পেয়াজ,পাটপ্রভৃত ফসল উৎপাদিত হয়।বর্ষার মৌসুমে গ্রামের মানুষ গাজনার বিলে মাছ মারে।বিলে পুটি,টাকি,শৈল,চাপিলা সহ প্রচুর মাছ পাওয়া যায়।অনেক দূর-দূরান্ত থেকে জেলেরা এই বিলে মাছ ধরতে আসে।মোটকথা,গ্রামটির প্রাকৃতিক পরিবেশ,নৌকাবাইচ,কৃষিক্ষেত্রে অসামান্য অবদান প্রভৃত কারনে গ্রামটির বেশ সুনাম রয়েছে পাবনা জেলার মধ্যে।

On google map(Sharir Vita):https://goo.gl/maps/1CirYjw9XVkH9icx5