ব্যবহারকারী:Sbb1413/মাল্টিস্টেজ রকেট
অবয়ব
মাল্টিস্টেজ রকেট (ইংরেজি: multistage rocket; আক্ষ. 'বহু-পর্যায়ের রকেট') বা স্টেপ রকেট ((ইংরেজি))[১] দুই বা ততোধিক স্টেজ বা পর্যায় নিয়ে গঠিত একটি রকেট এবং প্রত্যেক স্টেজ বা পর্যায়ে নিজস্ব ইঞ্জিন ও জ্বালানি রয়েছে। ধারাবাহিক পর্যায়ের ক্ষেত্রে একটি পর্যায়ের উপর আরেকটি পর্যায় বসানো হয়, যেখানে সমান্তরাল পর্যায়ের ক্ষেত্রে একটি পর্যায়ের পাশে অপর পর্যায়কে জুড়ে দেওয়া হয়। এর ফলাফল কার্যত পরপর বা পাশাপাশি সংযুক্ত দুই বা ততোধিক রকেট। সাধারণত দুই-পর্যায়ের রকেট বেশি প্রচলিত, যদিও সর্বোচ্চ পাঁচটি পর্যায়ের রকেটকেও সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
- ↑ "Brief History of Rockets"। ২০১৯-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৪।