বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Sbb1413/কোথায় বাংলা সংখ্যা ব্যবহার করা উচিত নয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজি থেকে বাংলায় অনুবাদের সময় অনেকসময় ইংরেজিতে ব্যবহৃত আরবি সংখ্যাকেও বাংলা সংখ্যায় রূপান্তর করা হয়। কিন্তু আমি কিছু বিশেষ জায়গা লক্ষ করেছি যেখানে বাংলা সংখ্যা ব্যবহার করা উচিত নয়।

math এইচটিএমএল ট্যাগে

[সম্পাদনা]

<math></math> এইচটিএমএল ট্যাগে বাংলা সংখ্যা ব্যবহার করা যায় না এবং বাংলা সংখ্যা ব্যবহার করলে সেখানে এরর দেখাবে। এর জন্য আপনি {{Math}} টেমপ্লেট ব্যবহার করতে পারেন।