ব্যবহারকারী:Samsul Haque Anan 007/টাওয়ার হাউস

স্থানাঙ্ক: ৫১°২৯′৫৯″ উত্তর ০°১২′১১″ পশ্চিম / ৫১.৪৯৯৭৯° উত্তর ০.২০৩১৫° পশ্চিম / 51.49979; -0.20315
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টাওয়ার হাউস
Photograph of the Tower House
অবস্থানহল্যান্ড পার্ক, রয়াল বরাহ অফ কেন্সিংটন এন্ড চেলসি, পশ্চিম লন্ডন, ইংল্যান্ড
স্থানাঙ্ক৫১°২৯′৫৯″ উত্তর ০°১২′১১″ পশ্চিম / ৫১.৪৯৯৭৯° উত্তর ০.২০৩১৫° পশ্চিম / 51.49979; -0.20315
নির্মিত১৮৭৫-৮১
স্থপতিউইলিয়াম বার্জেস
পরিচালকবর্গব্যক্তিগত মালিকানাধীন
সূত্র নং১২২৫৬৩২

টাওয়ার হাউজ ভিক্টোরিয়া যুগের যুগের একটি নিদর্শন। সতের শতকের শেষের দিকে স্থপতি উইলিয়ম বার্জেস তার নিজের বাসস্থান হিসেবে ফরাসি ধাঁপে বাড়িটি তৈরী করেন।

লাল ইট ও সবুজ ছাদবিশিষ্ট এই বাড়িটির সাথে একটি কোণ আকৃতির একটি ছাদবিশিষ্ট গোলাকৃতির টাওয়ার সংযুক্ত রয়েছে। ভবনের নীচতলায় অতিথিশালা, খাবারঘর ও পাঠাগার; তার উপরে শয়নকক্ষ ও অস্ত্রাগার। এই ভবনটির স্থাপত্য অনেকটা বার্জেসের আগের কাজগুলোর মতই। ১৯৪৯ সালে এই ভবনকে গ্রেড ১ হিসেবে নথিভুক্ত করা হয়।



[[বিষয়শ্রেণী:উদ্ধৃতি শৈলী: জুলীয়–জর্জীয় অনিশ্চয়তা]] [[বিষয়শ্রেণী:উইকিউপাত্তে স্থানাঙ্ক আছে]]