ব্যবহারকারী:Rasel zaman

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"দূর মন্দিরে সিন্ধু কিনারে পথ চলিয়াছ তুমি-
আমি তরু, মোর ছায়া দিয়ে তারে
মৃত্তিকা তার চুমি,
হে তীর্থ-গামী তব সাধনার
অংশ কিছুবা রহিল আমার
পথ পাশে আমি তব যাত্রার
রহিব সাক্ষী রূপে
তোমার পূজায় মোর কিছু যায়
ফুলের গন্ধ ধুপে।"


রবীন্দ্রনাথের এই কবিতাটির তরু হতে খুব ইচ্ছে করে, তাই চেষ্টা করে যাচ্ছি।