বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Prodip K Roy/sandbox/ওপেন একসেস উইক ২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ওপেন একসেস উইক ২০১৯। এবারের প্রতিপাদ্য বা থিম "হচ্ছে কার জন্য উন্মুক্ত? ন্যায্যতা মুক্ত জ্ঞানে।"উচ্চ শিক্ষায় বাংলাদেশ সরকার অনেক অনেক টাকা খরচ করলেও শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের কাছে এখনো অনেক ব্যয়বহুল । অরিজিনাল টেক্সট বুক কেনা অনেকের সাধ্যের বাইরে। ফলে, কমমূল্যে বা সস্তায় বই পেতে আমরা দারস্থ হচ্ছি পাইরেটেড কপি বা নকল বইয়ের । বিষয়টা যেমন বেআইনি তেমনি অনৈতিক । তাছাড়া কপিরাইটযুক্ত শিক্ষা উপকরণ বা টেক্সট বুক শিক্ষার্থীদের অধ্যয়ন এবং অধ্যয়নের অ্যাক্সেসকে সীমাবদ্ধ করে। এতে পাবলিক তহবিলের ব্যবহার সম্পূর্ণ ও সঠিকভাবে সম্ভব হয় না । আর তাই, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই জাতীয় উম্মুক্ত শিক্ষাকরণ উপকরণ নীতিমালা তৈরিতে ক্রিয়েটিভ কমন্স সহ অনেক প্রতিষ্ঠান যেমন কমনওয়েলথ অফ লার্নিং, ইউনিস্কো সহায়তা প্রদান করছে। বাংলাদেশে কমনওয়েলথ অফ লার্নিং এর সহায়তায় ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও এটুআই জাতীয় উম্মুক্ত শিক্ষা উপকরণ নীতিমালা প্রণয়ন করেছে যা এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ে অপেক্ষামান। ওপেন একসেস উইক ২০১৯ উদযাপন করতে, দি লাইব্রেরীয়ান টাইমসের পক্ষ থেকে প্রধান সম্পাদক প্রদীপ রায়, একটি ওয়েবিনার সেশনের আয়োজন করেছিলেন। Open Educational Resources (OER) বা উম্মুক্ত শিক্ষা উপকরণ নিয়ে এই ওয়েবিনার আলোচনায় অংশ নিয়েছিলেন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ডিন, স্কুল অফ বিজনেস, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন উম্মুক্ত জ্ঞান বিতরণে । পাশাপাশি ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশ চ্যাপ্টারের টীম লিডার বা চ্যাপ্টার লিড হিসেবে কাজ করে যাচ্ছেন সফল ভাবে । Open Educational Resources (OER) বা উম্মুক্ত শিক্ষা উপকরণ নিয়ে এই ওয়েবিনার আলোচনায় অংশ নিয়েছিলেন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ডিন, স্কুল অফ বিজনেস, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন উম্মুক্ত জ্ঞান বিতরণে । পাশাপাশি ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশ চ্যাপ্টারের টীম লিডার বা চ্যাপ্টার লিড হিসেবে কাজ করে যাচ্ছেন সফল ভাবে ।

[১]

  1. TLT, Editor (২০১৯-১১-৩০)। "The librarian times celebrates Open Access Week 2019"The Librarian Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 

ওপেন একসেস উইক ২০১৯