ব্যবহারকারী:Nshumi/স্যাফ্রনের ইতিহাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রায় ৩৫০০ বছর পূর্বে স্যাফ্রনের ব্যবহার শুরু হয়েছিল এবং এর বিস্তার বিভিন্ন সংস্কৃতি, সভ্যতা ও মহাদেশে ছড়িয়ে পড়েছে। স্যাফ্রন একটি মসলা যা প্রথম বসন্তে জন্মান স্যাফ্রন ফুলের গর্ভমুন্ডকে শুকিয়ে পাওয়া যায়। ঐতিহাসিকভাবে এটি বিশ্বের এক অন্যতম দামি পদার্থ মানা হত।