ব্যবহারকারী:NahidSultan (WMF)/বিষয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিভিন্ন সম্প্রদায় এখন পর্যন্ত ২০৩০ সাল পর্যন্ত কৌশল নির্ধারণী আলোচনা করে বেশ কিছু ইন্টারেস্টিং ধারণা দিয়েছেন। আপনার এই পয়েন্টগুলোর উপর কোন মন্তব্য বা মতামত থাকলে উল্লেখ করতে পারেন।

  • উইকিমিডিয়া কমন্স ও মেটা উইকির ন্যায় উইকিপিডিয়ারও একটি সাইট থাকবে যেখানে একটি নিবন্ধ সব ভাষায় অনুবাদ হবে যেমনটি মেটাতে ও কমন্সের বিভিন্ন পাতা অনুবাদ টুল ব্যবহার করে করা হয়।
  • কেউ কেউ মনে করেন, উইকিমিডিয়ার ইন্টারফেইস ও সফ্টওয়্যার পুরোনো অামলের, আমাদের উইকিপিডিয়ার ইন্টারফেইস ‍ও সফ্টওয়্যারগুলো ঢেলে সাজানো উচিত।
  • উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্প্রদায়কে সহায়তা করার জন্য একটি সংস্থা মাত্র সুতরাং ফাউন্ডেশন, উইকিমিডিয়া আন্দোলনের নেতৃত্ব দানকারী সংস্থা এই মনোভাব থেকে সরে আসতে হবে।
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে সবার নিয়োগ সম্প্রদায়ের মধ্য থেকে ভোটের মাধ্যমে হওয়া উচিত তাহলে সম্প্রদায়ের প্রতি তাদের দ্বায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করে প্রতিটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনে স্থানীয় উইকিপিডিয়া কার্যালয় স্থাপন করা যেতে পারে।
  • আমাদের যে প্রকল্পগুলো বর্তমানে রয়েছে এর বাইরেও নতুন নতুন জ্ঞান প্রসারের উদ্দেশ্যে নতুন কোন জ্ঞানের প্রকল্প চালু করা যেতে পারে।
  • প্রতিটি উইকিপিডিয়াতে অভ্যন্তরীন একটি মান নিয়ন্ত্রন বোর্ড গঠন করা উচিত সেক্ষেত্রে নিবন্ধের মান ঠিক থাকবে বা বৃদ্ধি পাবে। প্রয়োজনে এ ব্যাপারে পেশাজীবীদের টাকার বিনিময়ে নেওয়া যেতে পারে।
  • উইকিপিডিয়াতে প্রথমিক সোর্স গ্রহণযোগ্য নয় কিন্তু বিভিন্ন গবেষণাপত্র বা এ জাতীয় প্রাথমিক উৎসের ব্যাপারে পুনরায় আলোচনা করা যেতে পারে।
  • টেমপ্লেটগুলো বৈশ্বিক হওয়া উচিত। সব টেমপ্লেট একটি প্রকল্পে থাকবে এবং সেখান থেকে সব ভাষার উইকিপিডিয়া ব্যবহার করতে পারবে।