বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Mustak mahmudul/Ticamet 250

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 টিকামেট ২৫০ একটি  শ্বাসকষ্ট বা হাপানী রোগে ব্যবহ্রায্য। এটি একটি কোজিক্যাপ জাতীয় ঔষধ।যা একটি রোটাহেলার বা রেভোলাইজারের মাধ্যমে ব্যবহার করা হয়।এর প্রতিটি কোজিক্যাপ ক্যাপসুলে রয়েছে সালমেটেরল জিনাফয়েট বিপি হিসেবে ৫০ মাইক্রোগ্রাম সালমেটারল এবং ২৫০ মাইক্রোগ্রাম ফ্লুটিকাসন প্রোপিওনেট বিপি।  এটি ১২ বছর বা তার অধিক  যে কেউ ব্যবহার করতে পারবে। এটি দীর্ঘ মেয়াদী হাপানীতে নির্দেশিত। এটি কোন ভাবেই সরাসরি গ্রহনযোগ্য নয়। এর  সর্বচ্চো ব্যবহার দিনে ২ বার  তবে ১ বার ব্যবহারই শ্রেয়।