বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Mukto Lenard Hembrom

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লুনডেগড় মতবাদ (lundegardth theory):

এই মতবাদকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। লুনডেগরের মতবাদ অনুযায়ী পরিশোষণ প্রকৃতপক্ষে সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। লুনডেগড় - এর মতে কোষঝিল্লির ভিতরের তল - এ ডিহাইড্রোজিনেজ এনজাইমের বিক্রিয়ার ফলে প্রোটন(H+) এবং ইলেকট্রন(e--) সৃষ্টি হয় । ইলেকট্রনটি সাইটোক্রোম চেইন এর মাধ্যমে কোষঝিল্লির বাইরের দিকে চলে আসে এবং অক্সিজেনের(O2) সাথে মিলে প্রোটন সহযোগে পানি তৈরি করে। এর ফলে কোষঝিল্লির বাইরের তলে সাইটোক্রোম এর বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করে ।

প্রক্রিয়াটি এরূপ: Fe++ (2A--) --e --+ A-- ------> Fe+++(3A--)

(বিজারিত) (জারিত)