ব্যবহারকারী:Mr. Arunangshu

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শ্রীমান অরুনাংশু

জন্ম: ৩/৫/১৯৯৬, বেহালা, কলিকাতা

পিতা: শ্রীযুক্ত প্রদ‍্যোত কুমার মন্ডল

মাতা: শ্রীযুক্তা চপলা মন্ডল

নাগরিকত্ব: ভারতীয়

জাতি: বাঙালি

শিক্ষা জীবন: সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির এবং পরবর্তীতে আড়িয়াপাড়া হাই স্কুল । উচ্চ মাধ্যমিক এ বিজ্ঞান বিভাগের নিয়ে উত্তীর্ণ এবং তারপর হুগলীর গুপ্তিপাড়ার সরোজমহোন ইনস্টিটিউট অব টেকনোলজি ডিপ্লোমা ডিভিসনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়া শেষ করে দক্ষিণ কলকাতার ড্রিম ইনিস্টিটিউট অব টেকনোলজি তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক স্তরীয় পড়াশোনা।

কর্মজীবন: শিন্দলার কম্পানির একটি ঠিকেদারের কাছে এলিভেটর এর ফিল্ড টেকনিশিয়ান হিসাবে আসামে কর্মজীবন শুরু। এরপর আর.এস.এম প্রজেক্টস্ অ‍্যান্ড ইন্জিনিয়ারস্ নামক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ইলেকট্রিক্যাল জুনিয়র ইন্জিনিয়ার হিসাবে হরিয়ানা তে বাস।