ব্যবহারকারী:Mominulhoq/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি পাগল মানুষ সত্য আর সরল পথে চলতে পছন্দ করি। গরল মানুষ আমি অপছন্দ করি


অল্প কথা বলা জ্ঞানীর লক্ষণ, অল্প আহার স্বাস্থের সহায়ক, অল্প ঘুম উপাসনাস্বরুপ এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদে থাকা। মানুষ মনে করে তার নিজের লং টার্ম প্ল্যানের ব্যাপারে দুনিয়ার হোটেলে আগে থেকেই বুকিং দেয়া আছে, সে ভুলে গেছে যে হোটেলে স্বেছায় চেক ইন হয়নি, সেখান থেকে চেক আউট করার ব্যাপারটিও তার হাতে নেই।

“আল্লাহ যেভাবে চান সেইভাবে সবকিছু চলবে তা না চেয়ে বরং আপনার ইচ্ছেমতন চলুক এমন চাওয়ার নিদর্শন হলো আপনার রাগ।” — ইমাম গাজ্জালি (রাহিমাহুল্লাহ)

যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠাবসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।” — হযরত উমার (রা)

দুনিয়া একটি সমুদ্র, ঈমান নৌকা, আনুগত্য মাঝি এবং পরকাল তীর।

অন্তরে হিংসা পোষণ করে অন্যের কোন ক্ষতি করা যায় না; নিজের সর্বনাশ হয় মাত্র। যখন তুমি লোক সমাজে থাক, তখন তোমার জিহ্বার উপর সতর্ক দৃষ্টি রাখবে।

যদি কারও উপকার করে থাক, তবে তা ভুলে যেও। যদি কেউ তোমার কোন অনিষ্ট করে থাকে, তবে তাও ভুলে যেতে চেষ্টা করো।