ব্যবহারকারী:Mohin Amed Khan/ব্যাংকক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

{{কাজ চলছে/২০১৯}}

ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং সবচাইতে জনবহুল শহর। থাই ভাষায় এটি ক্রুং থেপ মাহা নাখোন বা সহজভাবে ক্রুং থেপ নামে পরিচিত। শহরটি মধ্য থাইল্যান্ডের চাও ফ্রায়া নদীর বদ্বীপে ১,৫৬৮.৭ বর্গ কি.মি. (৬০৫.৭ বর্গ মাইল) জুড়ে বিস্তিৃত। শহরে প্রায় আট মিলিয়ন বা দেশের প্রায় ১২.৬ শতাংশ মানুষ বসবাস করে। ২০১০ সালের আদমশুমারী অনুযায়ী ব্যংকক মেট্রোপলিটন অঞ্চলে ১৪ মিলিয়নেরও (২২.২ শতাংশ) বেশি মানুষ বসবাস করতো। এই অনুযায়ী ব্যংকক দেশের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ শহর।