বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Mmhanif55

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ড . খোন্দকার আ , ন , ম , আব্দুল্লাহ জাহাঙ্গীর ( রাহিমাহুল্লাহ ) জন্ম : ঝিনাইদহ জেলায় ১৯৫৮ সালে । মৃত্যু : ১১ ই মে ২০১৬ । পিতা মরহুম খােন্দকার আনোয়ারুজ্জামান । মাতা বেগম লুৎফুন্নাহার । ঝিনাইদহ আলিয়া মাদ্রাসায় ফাজিল পর্যন্ত অধ্যয়নের পর ১৯৭৯ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীতে অষ্টম স্থান অধিকার করে হাদীস বিষয়ে কামিল পাশ করেন । সৌদি আরবের রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ , ১৯৯২ ও ১৯১৮ সালে যথাক্রমে স্নাতক , স্নাতকোত্তর ও পি - এইচ , ডি ডিগ্রি লাভ করেন । দেশ ও বিদেশে যে সকল প্রসিদ্ধ আলিমের কাছে তিনি পড়াশােনা ও সাহচর্য গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন খতীব মাওলানা ওবাইদুল হক ( রাহ . ) , মাওলানা মিয়া মােহাম্মাদ কাসিমী ( রাহ . ) , মাওলানা আনােয়ারুল হক কাসিমী ( রাহ . ) , মাওলানা আব্দুল বারী সিলেটী ( রাহ . ) , মাওলানা ড . আইউব আলী ( রাহ . ) , মাওড়ানা আব্দুর রহীম ( রাহ . ) , আল্লামা শাইখ আব্দুল্লাহ ইবন আব্দুল আযীয ইবন বায ( রাহ . ) , আল্লামা আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান আল - জিবরীন ( রাহ . ) , আল্লামা মুহাম্মাদ ইবন সালিহ ইবন মুহাম্মাদ আল - উসাইমীন ( রাহ . ) , শাইখ সালিহ ইবন আব্দুল আযীয আল শাইখ , শাইখ সালিহ ইবন ফাওযান ইবন আব্দুল্লাহ আল ফাওযান । কর্ম জীবনে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদীস বিভাগে শিক্ষকতা শুরু করেন ১৯৯৮ সালে । ২০০৯ সাল থেকে ২০১৬ সালের ১১ ই মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করার আগ পর্যন্ত তিনি উক্ত বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন । দেশে ও বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ইংরেজী ও আরবি ভাষায় তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে । তার প্রকাশিত গবেষণামূলক গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক । গবেষণা কর্মের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন । নৈতিকতা ও ধর্মীয় মূল্যবােধের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে ১৯৯৮ খৃষ্টাব্দে তিনি ' আল ফারুক একাডেমী ” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন । বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও মূল্যবােধ প্রচার ও মানব সেবার উদ্দেশ্যে ২০১১ সালে ‘ আস - সুন্নাহ ট্রাস্ট ” নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং ২০১২ O Education and Charity Foundation Jhenaidah নামে একটি শিক্ষা ও সমাজ সেবাসংস্থা প্রতিষ্ঠা করেছেন । এ সকল প্রতিষ্ঠান শিক্ষাপ্রচার , ধর্ম প্রচার , দুস্থ নারী ও শিশুদের সেবা ও পুনর্বাসনে বিভিন্ন কর্মকান্ড পালন করছে।