ব্যবহারকারী:Md Jubair Ahmed/নতুন নিবন্ধ শুরুকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফুলকুঁড়ি আসর বৈশিষ্ট: দেশ সেবায় ব্রত সদা-সুন্দরের পতাকাবাহী শিশুকিশোরদের একটি সংগঠন । জ্ঞানের সাধনায় সতত তত্‍পর শিশুকিশোরদের এক সুশৃঙ্খল সমাবেশ । সত্‍ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিশুকিশোর এক সংঘবদ্ধ প্রচেষ্টা । আদর্শ: একতা,শিক্ষা,চরিত্র,স্বাস্হ্য ও সেবা উদ্দেশ্য: কোমলমতি শিশুকিশোরদেরকে একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে চরিত্রবান এবং স্বাস্হবানরূপে গড়ে তুলে দেশ ও দশের সেবা করা । মূলমন্ত্র: নিজকে গড়ো । প্রধান শ্লোগান: পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো ।(Build thyself to build the world) কর্মসূচী: শিক্ষা সাহিত্য বাভাগ: শিক্ষা-সাহিত্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে শিশুকিশোরদের মানসিক বিকাশ সাধন । সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিশুকিশোরদের উপযোগী নির্মল পরিবেশ সৃষ্টি । খেলাধুলা ও ব্যায়াম বিভাগ: খেলাধুলা ও শরীরচর্চামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুকিশোরদের সুস্হ শরীর গঠনে সাহায্য করা । কৃষি-শিল্প-বিজ্ঞান বিভাগ: কৃষি,শিল্প ও বিজ্ঞান বিষয়ক কার্যক্রমের মাধ্যমে শিশুকিশোরদের প্রতিভার বিকাশ সাধন । সমাজসেবা বিভাগ: সমাজসেবামূলক কাজের মাধ্যমে শিশুকিশোরদের মধ্যে সেবার মনোভাব সৃষ্টি করা । সদস্য হওয়ার যোগ্যতা: ১৬ বছরের উর্ধ্বে নয় এমন যে কোন ছাত্র ফুলকুঁড়ি আসরের সদস্য হতে পারবে । দশ টাকা ভর্তি ফি দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে হবে । তবে এ ব্যাপারে অভিভাবকের অনুমতি লাগবে । ফুলকুঁড়ির কাজ: ১ নিয়মিত আসরের কাজে অংশগ্রহণ । ২ নতুন সদস্য বৃদ্ধি । ৩ নিয়মিত ফুলকুঁড়ি চাঁদা পরিশোধ । ৪ ফুলকুঁড়ি আইন মেনে চলা । ৫ নিয়মিত ফুলকুঁড়ি পত্রিকা পড়া । ফুলকুঁড়ি আইন: ১ ফুলকুঁড়িরা একে অপরের ভাই । একজন আরেকজনকে দেখলে সালাম দিবে । ২ সব সময় সত্য কথা বলতে হবে এবং কথা ও কাজে মিল থাকতে হবে । ৩ বড়দের সম্মান কড়তে হবে, ছোটদের ভালবাসতে হবে এবং বন্ধুদের সাথে আচরণে আন্তরিক হতে হবে । ৪ অন্যের দোষ ধরার আগে দেখতে হবে সেই দোষ নিজের মধ্যে আছে কিনা । ৫ এক ফুলকুঁড়ি অন্য ফুলকুঁড়ির ভূল দেখলে টিটকারি না দিয়ে বা সবাইকে বলে না বেড়িয়ে, সহানুভূতির সাথে তা ধরিয়ে দিতে হবে । কেউ কোন ভূল ধরিয়ে দিলে রেগে না গিয়ে সহজভাবে মেনে নিতে হবে । ৬ অহেতুক তর্ক কিংবা ঝগড়া এড়িয়ে চলতে হবে । ৭ নিয়মিত পড়াশোনা করতে হবে । ৮ শরীর ও স্বাস্হের যত্ন নিতে হবে । ৯ কোন সভা বা অনুষ্ঠানে কথা বলতে হলে অথবা বাইরে যেতে হলে পরিচালকের অনুমতি নিতে হবে ।