ব্যবহারকারী:Md Enamul H/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

(রেজিষ্ট্রেশন নম্বর: এস২ এএফএন)



১৯৪১ সালে ঢাকার তেজগাঁ বিমানবন্দর নির্মাণ শুরু হয় এবং এই সমসাময়িক সময়ে তৎকালীন ভারতবর্ষে, বর্তমানের বাংলাদেশের সীমানার ভেতর আরও কিছু বিমান অবতরন ক্ষেত্র নির্মাণ করা হয় যার ভেতর কক্সবাজার বিমানবন্দরটি বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে তৎকালীন ব্রিটিশ সরকার এ সকল বিমান অবতরনক্ষেত্র নির্মাণ করেছিল যুদ্ধে ব্যাবহারের জন্য।[১][২] দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে কক্সবাজার বিমান বন্দর এর এয়ারফিল্ড আইডি ছিল এএক্স।[৩]

Republic P-47 Thunderbolts of No. 30 Squadron RAF taxy to their take-off point past a line of Hawker Hurricane Mark IICs, at Cox's Bazar

দক্ষিণ এশিয়া কমান্ডের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্মা ক্যাম্পেইন এর জন্য কক্সবাজার বিমান বন্দর কে খুব গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। ১৯৪৩ সালের নভেম্বরে ব্রিটিশ বিমান বাহিনির ইন্ডিয়া কমান্ডের এর স্কোয়াড্রন-৬ কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়। স্কোয়াড্রন-৬, স্কোয়াড্রন-২৮ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়। স্কোয়াড্রন ৬ এর মূল এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল জঙ্গী বিমান দিয়ে শত্রুকবলিত এলাকা পরিদর্শনের করে শত্রুর শক্তি নির্ণয় করা।[৪]

Squadron Leader Robert Hayes, Commanding Officer of No. 273 Squadron chats with Air Marshal Sir Guy Garrod, the Allied Air Commander in Chief, Air Command South East Asia, by a Spitfire Mark VIII at Cox's Bazar, 1944

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে মিত্রবাহিনির সহযোগী ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সের কয়েকটি স্কোয়াড্রন কক্সবাজার বিমানবন্দর থেকে বিভিন্য সময়ে মিশন পরিচালনা করে।

  • ৫ম ফাইটার স্কোয়াড্রন (কমান্ডো) এর একটি মিশন কক্সবাজার বিমানবন্দর থেকে চালিত হয় ১৫-২১ অক্টোবর ১৯৪৪ তারিখের মধ্যে। [৫]
  • ৬ষ্ঠ ফাইটার স্কোয়াড্রন (কমান্ডো) এর কক্সবাজার বিমানবন্দর থেকে পরিচালিত মিশন গুলো চালিত হয় ১৫-২১ অক্টোবর ১৯৪৪, ২-৮ নভেম্বর ১৯৪৪, এবং ১১-১৮ জানুয়ারি ১৯৪৫।
  • ১২৭তম লিয়াজোঁ স্কোয়াড্রন এর কক্সবাজার বিমানবন্দর থেকে পরিচালিত মিশন গুলো চালিত হয় ২০জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ১৯৪৫ তারিখের মধ্যে।
  • ১ম এবং ২য় ফাইটার স্কোয়াড্রন (কমান্ডো) এর একটি মিশন কক্সবাজার বিমানবন্দর থেকে চালিত হয় ১৩ ফেব্রুয়ারি ১৯৪৫ তারিখে।
  • ২৪তম কম্ব্যাট ম্যাপিং স্কোয়াড্রন বা ২৪তম ট্যাকটিকাল এয়ার সাপোর্ট স্কোয়াড্রন ফেব্রুয়ারি-সি থেকে এপ্রিল ১৯৪৫ তাদের তাদের কার্যক্রম চালায়।
  • ৪০তম ফটোগ্রাফিক রিকনিসেন্স স্কোয়াড্রন after c. 10 Dec 1944 18 Jan 1945;
  1. Banglapedia। "Airports"। সংগ্রহের তারিখ 6-10-2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. Banglapedia। "Air Transport"। সংগ্রহের তারিখ 6-10-2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. Air Force Historical Studies Office। "CBI Order of battle AIRFIELD ID CODES"। সংগ্রহের তারিখ 9-10-2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. No. 6 Squadron from Bharat-Rakshak
  5. Air Force Historical Studies Office। "CBI Order of Battle -lineages and History"। সংগ্রহের তারিখ 9-10-2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)