ব্যবহারকারী:Md Amir Hossain Shaheen

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা। জগতটায় প্রতিদিন কিছুনা কিছু ঘটে চলছে। সেসব ঘটনাবলী সংখ্যা দিয়ে আলোচনা করে মস্তিস্ককে কাজে লাগানো যায়। এখানে আমরা ইংরেজী তারিখ এবং সালকে ব্যাবহার করবো।

'এই দিনে' টপিক্সটাও মেলানো যায় সাথে নিজের ও প্রীয়জনের ঘটনাবলী।

(@)সংখ্যা ০১। এই ১ তারিখে কী কী ঘটনা ঘটেছে। উদাহরণ স্বরুপ যতটুকু মনে আসে। তারপর যেতে হবে সালে। যেমন ১২০১/১৯০১/২০০১ ইত্যাদি।

০১ বা পহেলা জানুয়ারী। খ্রীষ্টিয় নববর্ষ।

পহেলা ফেব্রুয়ারী। মহানবী(সাঃ)'র নবুয়তলাভ।

পহেলা মে। মে দিবস।

পহেলা জুলাই। গুলশান আর্টিজানে জন্গী হামলা।

পহেলা সেপ্টেম্বর। বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী।

পহেলা সেপ্টেম্বর। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু।

পহেলা অক্টোবর। দেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন।

(@)১২০১ সালে।

উপমহাদেশে প্রথম মুসলিম বিজেতা ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খলজী এদতান্চল জয় করেন।

(@)১৯০১ সালে।

দেশে প্রথম বিদ্যুত সংযোগ দেয়া হয় ঢাকা আহসান মন্জিলে।

নবাব আহসান উল্লাহ মারা যান।

রাণী ভিক্টোরিয়া মারা যান।

শিল্পী আব্বাস উদ্দীন'র জন্ম।

"ঐ দেখা যায় তালগাছ" খ্যাতো কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন'র জন্ম।

(@)২০০১ সালে।

দেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন।

নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস।

(@)সংখ্যা ০২।

দ্বোসরা মার্চ। পতাকা দিবস। স্বাধীনতা যুদ্ধকালে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আ স ম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ এবং নূরে আলম সিদ্দিকী কতৃক স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়।

দ্বোসরা অক্টোবর। বিশ্ব শিশু দিবস।

(@)খ্রীষ্টপুর্ব ১০২ সালে।

মহাবীর জুলিয়াস সিজার'র জন্ম।

(@)৭০২ সালে।

ঈমাম আবু হানিফা'র জন্ম।

(@)১৯০২ সালে।

"আরাকান রাজ সভায় বাংগালা সাহিত্য"(আব্দুুল করিম সাহিত্যবিশারদ সহযোগে)প্রনেতা ড, মুহাম্মদ এনামুল হক'র জন্ম।

স্বামী বিবেকানন্দ'র জ

(@)২০০২ সালে।

কবি অন্নদা শংকর রায়'র মৃত্যু।

জাতীয় সংগীতের ইংরেজী অনুবাদক এবং "বাংলা সাহিত্যের ইতিবৃত্ত"(ড, মুহাম্মদ আব্দুল হাই সহযোগে)প্রনেতা সৈয়দ আলী আহসান'র মৃত্যু।

বিশ্বকাপ ফুুুটবলে ব্রাজিল'র ৫ম শিরোপা।

(@)সংখ্যা ০৩।

তেসরা মার্চ। জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তান'র রাজনিতীর ব্যাপারে প্রকাশ্যে বিরোধীতা করেন।

তেসরা এপ্রিল। মোবাইল(handset phone)'র অভিষেক হয়।

তেসরা অক্টোবর। জার্মানী'র পূণর্মিলন। GDR(German Democratic Republic)এবং FRG(Federal Republic of German)একত্রিতো হয়ে Germany হোলো।

তেসরা নভেম্বর। জেল হত্যা দিবস।

(@)খ্রীষ্টপূর্ব ০৩ সালে।

হযরত ঈশা(আঃ)'র জন্ম।

(@)১৫০৩ সালে।

লিওনার্ডো দা ভিন্সি'র বিক্ষাতো ছবি "মোনালিসা" সৃৃৃৃষ্টি।

(@)১৯০৩ সালে।

পল্লী কবি জসীম উদ্দীন'র জন্ম।

কবি বেনজীর আহমদ'র জন্ম।

শিক্ষাবিদ আবুল ফজল'র জন্ম।

অনুবাদক মোতাহের হোসেন চৌধুরী'র জন্ম।

(@)২০০৩ সালে।

ক্রিকেটে অষ্ট্রেলিয়া তৃতীয়বার চ্যাম্পিয়ন।

(@)সংখ্যা ০৪।

চৌঠা জুলাই। মার্কিন স্বাধীনতা দিবস।

চৌঠা নভেম্বর। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দিন।

(@)১৯০৪ সালে।

কবি অন্নদা শংকর রায়'র জন্ম।

সৈয়দ মুজতবা আলী'র জন্ম।

সন্ধ্যারাগ(যে কাহিনী নিয়ে পরিচালক সুধীর মুখাজ্জী "শাপমোচন" ছবিটি করেন)খ্যাতো লেখক ফাল্গুনী মুখোপাধ্যায়'র জন্ম।

(@)২০০৪ সালে।

এথেন্স অলিম্পিক।

(@)সংখ্যা ০৫।

পাঁচ'ই জানুয়ারী।

দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিতো।

পাঁচ'ই অক্টোবর।

বিশ্ব শিক্ষক দিবস।

(@)১৬০৫ সালে।

মোঘল সম্রাট আকবর'র জন্ম।

(@)১৯০৫ সালে।

বংগো ভংগো।

"আমার সোনার বাংলা/আমি তোমায় ভাল বাসী" কবিগুরু কতৃক রচণা।

(@)সংখ্যা ০৬।

৬ই অগাষ্ট। জাপান'র হিরোশিমায় মার্কিন রাষ্ট্র কতৃক প্রথমবার এ্যাটম বোমা নিক্ষেপ।

৬ই সেপ্টেম্বর। পাকিস্তান ভারত যুদ্ধ শুরু।

৬ই সেপ্টেম্বর। কোলকাতায় অজয় কর পরিচালিতো "হারানো সুুর" ছবি মুক্তি।

৬ই সেপ্টম্বর। অভিনেতা সালমান শাহ'র মৃত্যু।

৬ই ডিসেম্বর। রাষ্ট্রপতি হুসাইন

মুহাম্মদ এরশাদ'র পদত্যাগ।

(@)১৭০৬ সালে।

বিক্ষাতো প্রবাদ "Honesty is the best policy"এবং "Never put off till tomorrow what can be done today" এসব নীতিবাক্য 'র রুপকার বেন্জামিন ফ্রাংকলিন'র জন্ম।

(@)১৮০৬ সালে।

এ্যান টেলর/জেন টেলর'র বিক্ষাতো কবিতা "টুইংকল টুইংকল লিটল ষ্টার" প্রকাশিতো হয়।

(@)১৯০৬ সালে।

শিক্ষাবিদ হুমাইয়ুন কবির'র জন্ম।

মুসলিম লীগ গঠন।

(@)২০০৬ সালে।

শীর্ষ কবি শামসুর রাহমান মারা গেলেন।

ইটালী চতুর্থবার ফুটবলে চ্যাম্পিয়ন হোলো।

(@)সংখ্যা ০৭।

৭ই মার্চ। বংগোবন্ধু'র ঐতিহাসিক ভাষণ।

৭ই মার্চ। দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন।

৭ই মে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর'র জন্ম।

৭ই অগাষ্ট। কবি রবীন্দ্রনাথ ঠাকুর'র মৃত্যু।

৭ই নভেম্বর। সিপাহী বিপ্লব।

৭ই ডিসম্বর। পূর্ব পাকিস্তানে সংসদ নির্বাচন।

(@)১৯০৭ সালে।

"চীর সুখী জন/ভ্রমে কী কখন/ব্যাথিত বেদনা বুঝিতে কী পারে?" খ্যাতো কবি কৃষ্ণচন্দ্র মজুমদার'র মৃত্যু।

(@)সংখ্যা ০৮।

৮'ই মার্চ। বিশ্ব নারী দিবদ।

৮ই জুন। মহানবী(সঃ)'র জন্ম এবং ওফাত।

৮ই সেপ্টেম্বর। বিশ্ব স্বাক্ষরতা দিবস।

(@)১৯০৮ সালে।

"পদ্মা নদীর মাঝি" খ্যাতো লেখক মানিক বন্দোপাধ্যায়'র জন্ম।

বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু'র ফাঁসী।

(@)২০০৮ সালে।

বেইজিং অলিম্পিক অনুষ্ঠিতো।

দেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিতো।

(@)সংখ্যা ০৯।

৯ই অগাষ্ট। মার্কিন রাষ্ট্র কতৃক নাগাশাকিতে দ্বিতীয় এ্যাটম বোমা নিক্ষেপ।

৯ই অক্টোবর। বিশ্ব ডাক দিবস।

৯ই ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস।

(@)৮০৯ সালে।

আাব্বাসীয় বংশের খলিফা হারুন-আল-রশীদ'র জন্ম।

(@)১৮০৯ সালে।

মার্কিন ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন'র জন্ম।

(@)২০০৯ সালে।

ঢাকার পিলখানায় নজিরবিহীন বিডিআর বিদ্রোহো।

(@)সংখ্যা ১০।

১০ই জানুয়ারী। বংগোবন্ধু'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১০ই নভেম্বর। 🇧🇩'র টেষ্ট অভিষেক।

১০ই নভেম্বর। ঢাকায় জিপিও'র সামনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন নিহতো।

১০ই ডিসেম্বর। নোবেল প্রদান করা হয়।

(@)৬১০ সালে।

মহানবী(সঃ)'র নবুয়ত লাভ।

(@)৮১০ সালে।

ঈমাম আল বুখারী'র জন্ম।