ব্যবহারকারী:Md.nazmul5/রিজিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রিজিক

রিজিক একটি আরবি শব্দ। যা আরবি الرزق (ر - ز - ق) মূলবর্ণ ও ধাতু থেকে উৎকলিত। মহান আল্লাহ তা’য়ালার অন্যতম গুণবাচক নাম রাজ্জাক। কারণ তিনি সকল সৃষ্টির একমাত্র রিজিক দাতা। প্রতিটি জীব তাঁর জীবনের শুরু থেকে শেষ অবধি যা কিছু ভোগ ও উপভোগ করে বা পেয়ে থাকেন তা সবই রিজিক। মানুষ সাধারণত রিজিক বলতে ধন দৌলত ও খাবারকে মনে করে থাকে। আসলে মানুষের হচ্ছে রিজিক হলো, জ্ঞান, প্রজ্ঞা, স্মৃতিশক্তি, সম্পদ, পরিবার, সত্যবাদীতা, বাকশক্তি, নিরাপত্তা, উত্তমকর্ম, শারীরিক সক্ষমতা ও সুস্থতা ইত্যাদি।