ব্যবহারকারী:Manik Esahak Biswas/একজন সমাজ-কর্মীর জীবনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার জীবন, জীবন্ত বালুচর

বিভিন্ন গল্পের আড়ালে আমরা খুঁজি নিজের জীবনের প্রতিচ্ছবি।


জীবনের প্রতি পদে পদে আমাদের পদচারণা হলো একজন মানুষ হওয়া। দায়িত্ব-জ্ঞান ও কর্তব্যসম্পন্ন এক জীবন্ত মানুষ হয়ে গড়ে ওঠা।


আমিকে সর্বদা আমিত্বের মধ্যে পাইনা । তাই জীবনভর যুদ্ধ করি নিজে নিজের সাথে বৃহত্তর আমির সন্ধানে। আমার মাঝে আমি সর্বদা খুঁজে ফিরি আমার মন। সমাজকর্মী হিসাবে তাই আমার আত্ম অনুসন্ধান অনেক সন্দেহ বাতিক লোকের সামনে আমাকে নত করে ফেলে কঠিন সমীকরণে। তথাপি আমি তো আমার জীবনবোধ, সংস্কৃতি, চাওয়া, পাওয়া, না চাওয়া, না পাওয়া, আত্ম-উপলব্ধি, কাল্পনিক সত্ত্বা, জাগ্রত মনোবৃত্তি, গহীনের অনাকাঙ্খিত প্রবৃত্তি, সত্যবোধ, চারিত্রিক বাস্তবায়ন সকল কিছু দিয়ে আমাকে সাজাই সর্ব্রাগ্রে উপস্থাপনে।


কঠিন সব্যসাচী না হয়েও আমার উদারতায় আমিই পথ হারিয়ে ফেলি পথের মাঝে। অবেলায় বেলার খোঁজে তাই ঘর ছেড়ে যাই সমাজের পানে দৃষ্টি রেখে সুদিনের আশায়। আমার চাওয়ার কমতি থাকে না সমাজের মঙ্গল চিন্তার উন্নয়ন জোয়ারে। আশার মাঝে আমি বাঁচি একরাশ ভালবাসা নিয়ে।