বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Mahafuzur9/ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের সরকারী পলিটেকনিক সমূহের মধ্যে অন্যতম একটি। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিহ্মা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে থাকে।

প্রতিষ্ঠাকালঃ

১৯৬৪ সালের ২৯ শে ফেব্রুয়ারি।

অবস্থানঃ

ফেনী শহর হতে পূর্ব - উত্তর দিকে (সদর হাসপাতাল হপ্তে আধা কিলোমিটার পূর্ব দিকে) পুরাতন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এর উত্তর পার্শে ফেনী পৌরসভাধীন ফলেশ্বর মৌজায় অবস্থিত।

আয়তনঃ

১৫.৯৭ একর।

কোর্সসমূহঃ

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (মেক্যানিক্যাল) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (পাওয়ার) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (এআইডিটি)

ইতিহাসঃ

১৯৬৪ সালে সিভিল ও মেক্যানিক্যাল টেকনোলজি দিয়ে ফেনী টেকনিক্যাল ইন্সটিটিউট যাত্রা শুরু করে। এরপর ১৯৭২ সালে পাওয়ার টেকনোলজি চালুর মাধ্যমে ফেনী টেকনিক্যাল ইন্সটিটিউট, ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট এ রূপান্তরিত হয়। ১৯৭৮ সালে ইলেকট্রিক্যাল, ২০০২ সালে কম্পিউটার এবং ২০০৬ সালে এআইডিটি টেকনোলজি চালুর মাধ্যমে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট বর্তমান রূপ ধারন করে।

বর্তমান অধ্যহ্মঃ

জনাব মোঃ মঞ্জুরুল আলম

বর্তমান উপাধ্যক্ষঃ

জনাব মোঃ মোস্তাফিজুর রহমান খান

বর্তমান বিভাগীয় প্রধানগণঃ

জনাব ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ হোসেন চৌধুরী, বিভাগীয় প্রধান(ইলেকট্রিক্যাল) জনাব ইঞ্জিনিয়ার দুলাল কৃষ্ণ তালুকদার, বিভাগীয় প্রধান (সিভিল) জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান, বিভাগীয় প্রধান (মেক্যানিক্যাল) জনাব ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহিম, বিভাগীয় প্রধান (পাওয়ার) জনাব ইঞ্জিনিয়ার এস এম হামিদুল হক, বিভাগীয় প্রধান (কম্পিউটার) জনাব ইঞ্জিনিয়ার মোঃ আলী আকবর, বিভাগীয় প্রধান (এআইডিটি) জনাব মোঃ কামরুল হাসান চৌধুরী, বিভাগীয় প্রধান (আনুষঙ্গিক)

কর্মকর্তা ও কর্মচারীবৃন্দঃ

এখানে অধ্যহ্ম সহ শিহ্মকদের ৬০ টি পদের মধ্যে রাজস্ব ২২ জন, STEP Project ২১ জন = ৪৩ জন কর্মরত আছেন। তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৫০ টি পদের মধ্যে ২১ জন এবং চতুর্থ শ্রেণির ৩৯ টি পদের মধ্যে ২৫ জন কর্মরত আছেন।

ক্যাম্পাসঃ

নির্ধারিত স্থানে ওয়াই-ফাই সুবিধা এবং সার্বহ্মনিক নিরাপত্তা নিশ্চিত করার লহ্ম্যে ক্যাম্পাসটি একাধিক সিসি ক্যামেরা দ্বারা সুরহ্মিত। একটি দোতলা প্রশাসনিক ভবন, একটি তিন তলা একাডেমিক ভবন, প্রায় ২০ টি ওয়ার্কশপ, তিনটি আবাসিক হল, একটি ৬০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, একটি পুকুর, একটি মসজিদ, একাধিক খেলার মাঠ, অধ্যহ্মের বাংলো, শিহ্মক ও কর্মচারীদের একাধিক আবাসিক ভবন সহ অসংখ্য ফলজ, বনজ ও ভেষজ গাছ-গাছালীতে পরিপূর্ণ নয়নাভিরাম দৃশ্যের সৌন্দর্যমন্ডিত একটি ক্যাম্পাস। বর্তমানে তিনটি সুশৃঙ্খল রোভার স্কাউট ইউনিট এর কার্যক্রম চলছে।