ব্যবহারকারী:Khan MD. Taufik Khan/পৃথিবীর জীব বসবাসরত কারন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১. বসবাসের উপযোগী বায়ুমণ্ডল আছে। বায়ুতে অক্সিজেন, কার্বন-ডাই অক্সাইড ইত্যাদি আছে। ২. পান করার মত পানি আছে। ৩. তাপমাত্রা বসবাসের উপযোগী। ৪. আলো ও তাপ আছে। ৫. খাদ্য আছে। ৬. মাটির নিচে বিভিন্ন উপকারী পদার্থ আছে। ৭. মানুষের জন্য প্রয়োজনীয় ট্রপোমণ্ডল আছে। এতে মেঘ, কুয়াশা, আদ্রতা ইত্যাদি আছে। ৮. ওজন স্তর আছে। যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা আছে।