ব্যবহারকারী:Khajafaruquee

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খাজা ওসমান ফারুকী, একজন আলোর অভিযাত্রী,প্রকৃতিপ্রেমী।ভালোবাসেন বই পড়তে এবং প্রাচীন শহর আর সভ্যতায় ঘুরে বেড়াতে। ভালোবাসেন ধর্ম চর্চা নীরবতা ও চিন্তা করতে। পারিবারিকভাবেই আধ্যাত্মিক পরিবেশে বেড়ে উঠেছেন, মেডিটেশন বা ধ্যান চর্চার হাতেখড়ি বাবা-মার কাছেই।

গত ১যুগে বিভিন্ন দেশে মুরাকাবা ও মেডিটেশন বিষয়ক ১৫টির অধিক কোর্সে অংশগ্রহণ করেছেন।

২০১৬ সাল থেকে নিজস্ব ধারায় ★উইজডম মেডিটেশন ও সুফি মুরাকাবা কোর্স পরিচালনা করে আসছেন। সেইসাথে জনসচেতনতা সৃষ্টি করতে বাংলাদেশের বিভিন্ন জেলা ও কলেজ বিশ্ববিদ্যালয়ে তরুণপ্রজন্মের মানসিক স্বাস্থ্য ও আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্যে করে যাচ্ছেন নানামুখী সভা-সেমিনার,কর্মশালা। তিনি সুফিতত্ত্বের মহানপুরুষ খাজা মঈন উদ্দিন চিশতি রঃ এর আধ্যাত্মিক ভাবধারায় প্রভাবিত। এবং মসনবীর রচয়িতা আল্লামা জালাল উদ্দীন রুমি র এর প্রেমের দর্শনে উজ্জিবীত। গবেষণা করছেন সুফি তত্ত্ব নিয়ে। অবগাহন করে চলছেন সুফি প্রেমের ঝর্ণাধারায়। এছাড়া কোরআনিক ফিলসফি নিয়ে করছেন উচ্চতর গবেষণা। সমাজ ধর্ম দর্শন ও মনস্তত্ত্ব নিয়ে কাজ করছেন তিনি।

"প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকবর্তিকা। সুফি তত্ত্ব নিয়ে কাজ করার লক্ষ্যে গড়ে তুলেছেন - সুফি স্পিরিচুয়াল একাডেমী।"

ইন্সট্রাকটর _ উইজডম মেডিটেশন এবং সুফি মুরাকাবা।

ডিস্ট্রিক্ট সেক্রেটারি

-লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। ডিস্ট্রিক্ট ৩১৫-৪বি।

আজীবন সদস্য - লায়ন্স ক্লাব অফ চিটাগং মেট্রোপলিটন।

আজীবন সদস্য সিলভা ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারস। লরেডো,টেক্সাস, ইউ এস এ।