ব্যবহারকারী:Kazisobur

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Sobur.jpg
Sobur

জন্মেছি কুষ্টিয়ার আলামপুরে। শৈশব আর কৈশরের দিনগুলো কেটেছে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায়! পড়াশোনাও করেছি বিভিন্ন স্কুলে! তারপর এক যুগের ও বেশি সময় আছি ঝিনাইদহে। পড়েছি কেসি কলেজ ২০১০-২০১১ সেশনে। তারপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে। আর এখন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন পড়ছি ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে।

একাডেমিক লাইফের বাইরে ভালবাসি বই পড়তে, অভিনয়, লেখালেখি আর আবৃত্তি করতে। সাংস্কৃতিক কর্মকান্ডের ভিতর নৃত্য আর গান ছাড়া করেছি সবকিছুই। নিজে বেশি ভাব নেয়। তাই আমার সামনে কেউ ভাব নিলে রেগে যাই। অল্প কথায় বুঝি! বাচাল দুচোখে দেখতে পারি না!

ভালবাসি বাবা, মা, ভাই বোন আর বন্ধুদের। হতে চাই মানুষের মতো মানুষ। সুযোগ পেলে কাজ করতে চাই প্রবীণ আর বিলুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে!

২০১৩ সাল থেকে ব্লগ লিখি এবং বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞান বিষয়ক লেখালেখি করে থাকি।