ব্যবহারকারী:Kamalmilon/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Pharmaceuticals Representative Association in brief Pharea বাংলায় ফারিয়া বলে। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ য়া(এ)সোসিয়েশন। ফারিয়া বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের দাবি আদায়ের জন্য কাজ করে থাকেন। ফারিয়া সংগঠন কর্মীরা ঔষধ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মালিক পক্ষের রোষানলে পড়ে থাকেন। ফারিয়া কর্তৃপক্ষকে সব সময় চাপের উপর রাখা হয়, চাকুরী চ্যুতির দেখিয়ে দাবিয়ে রাখা হয়।

তাদের পরিবারের উপর নেমে আসে অমানুষিক অশান্তি, এই ফারিয়া সংগঠনকে সাপোর্ট দিয়ে আমাদের উচিত মানুষের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে শরিক হওয়া।