ব্যবহারকারী:Jahirul Islam Newstein/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
.tk
প্রস্তাবিত হয়েছে১৯97
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিDot TK
প্রস্তাবের উত্থাপকGovernment of Tokelau and Teletok


.টিকে[সম্পাদনা]

.টিকে হচ্ছে নিউজিল্যান্ডের টকেলাউ অঞ্চলের ইন্টারনেট টপ লেভেল ডোমেইন।

সংক্ষিপ্ত বিবরন[সম্পাদনা]

এটি যে কাউকে একটি ডোমেইন তৈরি করতে অনুমতি দেয়। ব্যবহারকারীরা ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য কাজে বিনামূল্যে ডোমেইন নিতে পারবে(সীমাবদ্ধতা আছে)। ফ্রি ডোমেইনে বিষয়বস্তু সীমাবদ্ধ, ওয়েবসাইটে যৌন বিষয়বস্তু নিষিদ্ধ, পরনিন্দা-পরচরর্চা, সমালোচনা করতে পারবে না। যদি ব্যবহারকারী প্রদত্ত নিয়ম লংঘন করে তবে তাকে বহিষ্কার করা হবে।

সেখানে .টিকে ডোমেইনও কিনা যায়। এতে করে ব্যবহারকারীর সীমাবদ্ধতা থাকে না। প্রথম দুই বছর ডোমেইনের জন্য ১৯.৯০ ডলার দিতে হয়। ব্যবহারকারীর জন্য রয়েছে অবাধ সুবিধা।