ব্যবহারকারী:G C Dey/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


বইয়ের ইতিহাস ১৯৮০র দশকে একটি স্বীকৃত পাণ্ডিত্যপূর্ণ চর্চা হয়ে ওঠে। এতে যোগদানকারীরা বিভিন্ন ক্ষেত্র থেকে আসেন , যেমন সাংস্কৃতিক ভাষাতত্ত্ব, প্যালিওগ্রাফি, শিল্পকলার ইতিহাস,সমাজের ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ইত্যাদি। এর প্রধান উদ্দেশ্য হলো সবাইকে বোঝানো যে, বই একটি বস্তু যা এর মধ্যে লিখিত শব্দগুচ্ছ ও পাঠকের মধ্যে এক প্রকার সংযোগ স্থাপন করে।

ছাপাখানা আবিষ্কারের পূর্বে, বইয়ের প্রতিটি বর্ণ ছিল অনন্য হস্তলিপি যা এক প্রকার শিল্প। এগুলি লেখক বা শিল্পীর নিজস্ব দক্ষতা ও পরিশ্রমের পরিচয় বহন করত।[১] বইয়ের প্রতিটি অংশের নিরীক্ষণ এর উদ্দেশ্য, রচনাকাল, প্রেক্ষাপটের পরিচিত করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পিয়ারসন, ডেভিড (২০১১)লন্ডন। ২৩। আইএসবিএন 978-0-7123-5832-3. |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)