ব্যবহারকারী:Fazle Rabbi

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফজলে রাব্বি (Fazle Rabbi)। জন্ম ১০ ফেব্রুয়ারি, ১৯৯২, লক্ষ্মীপুর। বাবা মো. রুহুল আমিন, মা সুফিয়া আক্তার। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে গণিতে অনার্স করেছেন। প্রকাশিত গ্রন্থ : ক। নেপোলিয়ন হিলের চিন্তা করুন এবং ধনী হোন। মূল নেপোলিয়ন হিল। অনুবাদ : ফজলে রাব্বি। (সেপ্টেম্বর ২০১৫)। সাফল্য প্রকাশনী, ঢাকা। খ। ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ। মূল : জন সি. ম্যাক্সওয়েল। অনুবাদ : ফজলে রাব্বি। (জুন ২০১৭)। সাফল্য প্রকাশনী, ঢাকা। গবেষণা : বর্তমানে বাংলাদেশের সফল উদ্যোক্তাদের উদ্যোগ ও সাফল্যের কারণ নিয়ে গবেষণা করছেন। একটি নির্দিষ্ট লক্ষ্য : আগামী ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণার বই প্রকাশ করা।

কাজগুলো[সম্পাদনা]

১। ব্যক্তিগত উন্নয়ন

২। দলবদ্ধ কার্যকারিতা

৩। আত্ম-সহায়তা

৪। আত্ম-অবগতি

৫। ইতিবাচক মানসিক ভঙ্গি

৬। “পশু বিদ্যালয়” একটি বিশ্ববিখ্যাত উপকথা।

৭। আব্রাহাম মাসলোর চাহিদার সোপান তত্ত্ব

৮। শেখানোর পিরামিড তত্ত্ব

৯। সোয়াট বিশ্লেষণ